Main Menu

আশুগঞ্জে পোল্ট্রি খামারের ব্যাপক ক্ষয়-ক্ষতি ॥ ৫ শতাধিক মুরগীর প্রাণহানী

+100%-

প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাল বৈশাখীর ঝড়ে একটি পোল্টি খামারের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এতে ৫ শতাধিক মুরগী মারা যায়। খামারটিতে ২ হাজার মুরগী ছিল। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে উপজেলার চর-চারতলা ইউনিয়নের চর-চারতলা গ্রামে।

খামার মালিক মোঃ ছিদ্দিক মিয়া বলেন, খামারে তার ২ হাজার মুরগী ছিল। শনিবারের ঝড়ে তার খামারটি বিধ্বস্ত হয়ে ৫ শতাধিক মুরগী মারা যায়। আগামী সপ্তাহে মুরগী গুলো বিক্রি করার কথা ছিল। তিনি বলেন, কাল বৈশাখীর ঝড়ে তার ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে চর-চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান বলেন, কাল বৈশাখীর ঝড়ে পোল্ট্রি খামারটি বিধ্বস্ত হওয়ার কথা শুনেছি। বিকালে সরজমিনে দেখতো যাবো।






Shares