প্রতিমন্ত্রী আসবেন, তাই…..
এক বছর আগে ঘটে যাওয়া মিরসরাই ট্র্যাজেডির ঘাঁ এখনও শুকিয়ে যায়নি। সেই দিনের সেই খেলা, তারপর ভ্যানে করে বাড়ি ফেরা, দুর্ঘটনা….. চল্লিশটি তাঁজা প্রাণ অকাতরে চলে যাওয়া….
একনজন প্রতিমন্ত্রীর আগমনে ক্লাসের পড়া বাতিল করে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্দেশে আজ স্থানীয় রওশন আরা জলিল উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রীকে যাত্রী পরিবহন নিষিদ্ধ পিক-আপ ভ্যানে গাদাগাদি করে উঠিয়ে ডে-কেয়ার সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে। তারা এই ভ্যান গাড়িতে কতটা নিরাপদ এই প্রশ্নটি এতটুকু ভাবেননি সেই স্কুলের শিক্ষকরা? আজ যদি আরও একটি মিরসরাই ট্র্যাজেডি ঘটে যেত। তাহলে এর দায়ভার কে নিত?
« বাংলাদেশে ব্যর্থ ক্যু-ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব উত্থাপনে লবিং করছে স্থানীয় আওয়ামী লীগ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) স্ত্রী স্বীকৃতির দাবীতে ২ দিন যাবত স্বামীর বাড়ীতে অনশন করছে। »