Main Menu

Wednesday, February 15th, 2012

 

প্রতিমন্ত্রী আসবেন, তাই…..

এক বছর আগে ঘটে যাওয়া মিরসরাই ট্র্যাজেডির ঘাঁ এখনও শুকিয়ে যায়নি। সেই দিনের সেই খেলা, তারপর ভ্যানে করে বাড়ি ফেরা, দুর্ঘটনা….. চল্লিশটি তাঁজা প্রাণ অকাতরে চলে যাওয়া…. একনজন প্রতিমন্ত্রীর আগমনে ক্লাসের পড়া বাতিল করে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্দেশে আজ স্থানীয় রওশন আরা জলিল উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রীকে যাত্রী পরিবহন নিষিদ্ধ পিক-আপ ভ্যানে গাদাগাদি করে উঠিয়ে ডে-কেয়ার সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে। তারা এই ভ্যান গাড়িতে কতটা নিরাপদ এই প্রশ্নটি এতটুকু ভাবেননি সেই স্কুলের শিক্ষকরা? আজ যদি আরও একটি মিরসরাই ট্র্যাজেডি ঘটে যেত। তাহলে এর দায়ভার কে নিত?


বাংলাদেশে ব্যর্থ ক্যু-ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব উত্থাপনে লবিং করছে স্থানীয় আওয়ামী লীগ

বাংলাদেশে সাম্প্রতিক ব্যর্থ ক্যু প্রচেষ্টার বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে ‘বাংলাদেশ, ডেমোক্র্যাসি অ্যান্ড দ্য রুল অব ল’ শীর্ষক একটি প্রস্তাব উত্থাপনের জন্য লবিং করছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সমমনা কয়েকটি সংগঠন। বাংলাদেশ বিষয়ে আনা এই আর্লি ডে মোশনের প্রতি ব্রিটিশ এমপিদের সমর্থন আদায়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এরই মধ্যে লবিং শুরু হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক এবং নির্মূল কমিটির সহ-সভাপতি হরমুজ আলী ও নির্বাহী সদস্য আনসার আহমেদ উল্লাহ এই ক্যাম্পেইনের নেতৃত্ব দিচ্ছেন। গত বুধবার মধ্য ইংল্যান্ডের বার্মিংহাম থেকেবিস্তারিত


আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি-সার সরবরাহ বন্ধ

আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত মজুরী কমিশনের প্রস্তাবিত মজুরী স্কেল বাস্তবায়নসহ ৯ দফা দাবীতে পূর্ব নির্ধারীত পূর্ণদিবস কর্মবিরতী পালন করে আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা। সকাল থেকে শ্রমিকরা কারখানায় তাদের নিজ নিজ কর্মস্থলে হাজিরা খাতায় স্বাক্ষর করে কোন কাজ না করে কর্মবিরতী পালন করছে। এসময় কারখানার প্রধান গেইটে সকাল ৮টা থেকে শ্রমিক কর্মচারীরা তালা ঝুলিয়ে দিলে কারখানার ভিতরে কোন ট্রাক ঢুকতে না পারায় ও শ্রমিকরা কোন কাজ না করায় কামন্ড এরিয়া ভুক্ত ৭ জেলাসহ সারা দেশে সার সরবরাহ বন্ধ হয়ে যায়। শ্রমিকদের কর্মবিরতী সকাল ৮টা থেকেবিস্তারিত


জাতীয় অর্থনীতির উন্নয়নে নারীরা গুরত্বপূর্ণ অবদান রাখছে-আশুগঞ্জে প্রতিমন্ত্রী ডঃ শিরিন শারমীন চৌধুরী

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ শিরিন শারমীন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার নারী ও শিশুদের উন্নয়নে বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছে। নারী ও শিশুরা এর সুফল পাচ্ছে। তিনি আজ বুধবার ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুরে ম্যাট-২ কোর্সের প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত চাতালকল শ্রমিকদের সন্তানদের ডে-কেয়ার ও প্রি-প্রাইমারী স্কুল এবং মহিলা শ্রমিকদের স্বাস্থ্য সেবা উদ্বোধনকালে প্রধান অতিথি‘র বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, নারীরা জনগোষ্ঠীর অর্ধেক নয়, শ্রম শক্তির একটি বড় অংশ। জাতীয় অর্থনীতি উন্নয়নে তারা গুরত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আশুগঞ্জের ডে-কেয়ার প্রি-প্রাইমারী স্কুল এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রের সার্বিক সহায়তার আশ্বাসবিস্তারিত


জেগে ওঠো মানুষ, বেঁচে উঠুক তিতাস

জেগে ওঠো মানুষ, বেঁচে উঠুক তিতাস ৩১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০৫ শেয়ারঃ 1 220 3 মাথার উপর বিস্তীর্ণ নীল আকাশ, চোখ ধাঁধানো রোদ; নতুন পথ ধরে হেঁটে আসছে একটি কিশোর। এখনো পুরোপুরি কিশোর বলা যায়না তাকে, সবে ক্লাস সিক্সে উঠেছে। ক্লাস রোল ৫২, একটু অস্বস্তির সাথেই বলেছিল সে। স্থানীয় কেজি স্কুলে পঞ্চম শ্রেণীতে রোল ১ নিয়েই বার্ষিক পরীক্ষা শেষ করেছিল, রেজাল্ট বের হলে আসল রোল জানা যাবে সেটা মনে করিয়ে দিতে ভুল করল না। নতুন বইয়ের ঘ্রাণের জন্য আঁকুপাঁকু করছে মন। বড় হয়ে ক্রিকেটার হবে এটাই স্বপ্ন, নামকরা অলরাউন্ডার।বিস্তারিত


কসবায় পর্যটন শিল্পের অমিত সম্ভাবনা – পর্যটন প্রেমিকদের জন্য।

পৃথিবীর অতি ক্ষুদ্র একাংশে মানুষের জন্ম। কিন্তু বড় হওয়ার সাথে সাথে দুচোখ মেলে দেখতে চায় প্রকৃতির রূপ। জানতে চায় নানা স্থানে ছড়িয়ে থাকা প্রকৃতির রূপ, মানুষ ও তার সংস্কৃতিকে। দেখা ও জানার অদম্য আগ্রহ থেকেই মানুষ হয়ে ওঠে পর্যটক। আর এ পর্যটকদের আশা আকাঙ্খার প্রতি দৃষ্টি রেখেই দেশে দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে পর্যটন শিল্প বিস্তৃত হচ্ছে। পর্যটন শিল্প দ্রুত বিকাশমান ও সম্ভাবনাময় শিল্প। বিশ্বে বিভিন্ন দেশে এই সম্ভাবনাময় শিল্পের যেভাবে দ্রুত প্রসার ঘটছে বাংলাদেশ এক্ষেত্রে অনেক পিছিয়ে। অথচ এই শিল্পের বিকাশে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব তেমনি কর্মসংস্থানের সুযোগবিস্তারিত


মামলা দিয়ে সাধারন মানুষকে হয়রানির অভিযোগে কসবায় ওসির বিরুদ্ধে মিছিল

এম.এ.খোকা (শুভু)ঃগত ১৪জানুয়ারি  বেলা ১১টায় কসবা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোঃ সাখাওয়াত হোসেন এর  কক্ষে কসবা উপজেলা যুবলীগ, কসবা পৌর ছাত্রলীগ ও গণ্যমান্য ব্যাক্তিদের সাথে অনৈতিক কাজকলাপ নিয়ে এক তুলকালাম ভূতের কান্ড সৃষ্টি হওয়ার সংবাদ পাওয়া যায়। একটি মিথ্যা মামলার ঘটনার জের ধরেই তুলকালাম ভূতের কান্ড সৃষ্টি হয়েছে। বিক্ষোদ্ধ জনতা ওসিকে অনৈতিক কথা বার্তা শুরু করে টেবিল চাপটানো পর্যন্ত হয়েছে। উপস্থিত সহপুলিশদের উপস্থিতে নিয়ন্দ্রণে আসলেও অবশেষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুলআমীন ভুইয়ার  নেতৃত্বে মিমাংশায় করা হয়। উপজেলা শহরে ছাত্র জনতা কসবা থানার ওসির অনৈতিক কাজেরবিরুদ্ধে  মিছিল করে মিথ্যা মামলা বন্ধ সহবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২ অনুপ্রবেশকারী আটক

আবুল হাসনাত মোঃ রাফি ॥ আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে দুই অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, উপজেলার সীমান্তবর্তী সেনারবাদী এলাকা দিয়ে দুই যুবক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় স্থলবন্দর আই.সি.পি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হল ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল গ্রামের রাজ কুমার দাস (২৪) ও ঝন্টু দাস (২৩)। বেশ কিছুদিন পূর্বে তারা কুমিল¬া সীমান্ত দিয়ে ভারতের আগরতলায় অনুপ্রবেশ করেছিল। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে বলে জানান।


নবীনগরে ওসির বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা কর্মীদের মিছিল সমাবেশ ॥২৪ ঘন্টার মধ্যে অপসারণের দাবী

আবুল হাসনাত মোঃ রাফি॥ আজ বুধবর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের  বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণের দাবীতে উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারক লিপি প্রদান করেছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা কমপে¬ক্স থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টাকার বিনিময়ে তদন্ত না করে বিভিন্ন মামলা এফআইআর করে নিরীহ নিরাপরাধ মানুষকে হয়রানী করছে। তদন্তের সময় মোটা অংকের ঘুষ আদায় করে। তার সময়ে নবীনগরে আইন শৃঙ্খলার অবনতিসহ মানুষ হয়রানী হচ্ছে। ২৪ ঘন্টার মধ্যে এইবিস্তারিত


১০৯ কেজি গাঁজা ও ২০২ বোতল রিকোডেক্স সহ ২ মাদক পাচারকারী গ্রেফতার

আবুল হাসনাত মো:রাফি ॥ ব্রাহ্মণবাড়িয়ার জেলার  বিজয়নগর উপজেলায়  র‌্যাব-৯ এর সদস্যরা আজ গভীর রাতে এক বিশেষ অভিযানে ১০৯ কেজি গাঁজা ও ২০২ বোতল রিকোডেক্স সহ ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের একটি দল তার নেতৃতে ব্রাহ্মণবাড়িয়ার জেলার  বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের বিল্লাল হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে ১০৯ কেজি গাঁজা ও ২০২ বোতল রিকোডেক্স উদ্ধার করে।এ সময় র‌্যাব বিল্লাল হোসেন(৩০) ও আবুল কালাম (৪০) গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার বিস্তারিত