Main Menu

নাসিরনগরে মনিকা হত্যার রহস্য উন্মোচন। গ্রেপ্তার ১।

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে  কুন্ডা ইউনিয়নের, কুন্ডা – মহিষবের মধ্যস্থল কুল্লার খাল নামক খালে গত রবিবার এক অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করা হয়।   নিহত মুনিরা আক্তার মনিকা(১৭) হত্যা অজ্ঞাত মামলার সন্দেহ ভাজন আসামি মেহেদী হাসান (২৮) কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, প্রেম সংক্রান্ত ঘটনার জেরে এ হত্যা কান্ড ঘটতে পারে।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মৃণাল কান্তি চৌধুরী জানান,গত শনিবার দুপুরে মণিকা নিহতের অজ্ঞাত মালায় সন্দেহ ভাজন আসামী মেহেদী হাসান কে আমরা গোপন সংবাদের ভিওিতে গ্রেফতার করেছি। তার বাবার নাম ইমাম খান। সে নিহত যুবতীর বাড়ী পার্শ্ববর্তী সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।ধৃত আসামীকে জেলা বিজ্ঞ আদালতে পাঠিয়েছি। মামলার তদন্তের স্বার্থে পাচঁ দিনের রিমান্ড আবেদন করা হবে।
উল্লেখ্য ১৩মে নাসিরনগর থানা পুলিশের একদল সদস্য  আসামী ধরতে মহিষবেড় গ্রামে যায়।ফেরার পথে রাত অনুমানিক সাড়ে এগার ঘটিকার সময় রাস্তায় পরিত্যক্ত অবস্থায় যুবতীর মৃত দেহ দেখতে পেয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরদিন ১৪ মে তার বাবা আব্দুর রহিম নিহতের লাশ সনাক্ত করে।

পূর্বের সংবাদ

নাসিরনগরে অজ্ঞাতনামা তরুনীর লাশ উদ্ধার