Main Menu

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এ ভর্তির নীতিমালা

+100%-
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
———————————————————————
#সময়সূচিঃ- ২২/০৫/১৭ ইং হতে ১৪/০৬/১৭ ইং (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)
#ফল_প্রকাশঃ- ২০/০৬/১৭ ইং
#মেধা_তালিকার_ভর্তিঃ- ২১/০৬/১৭ ইং  হতে ৩০/০৬/১৭ ইং (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)
#অপেক্ষমান_তালিকার_ভর্তিঃ- ০৩/০৭/১৭ ইং  হতে ১৫/০৭/১৭ ইং (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)
#ক্লাশ_আরম্ভঃ- ০১/০৮/১৭ ইং
#আবেদনের_পদ্ধতিঃ- এক শিফটের জন্য ১৫০ টাকা এবং উভয় শিফটের জন্য ৩০০ টাকা প্রথমে টেলিটক মোবাইলের মাধ্যমে ১৬২২২ নাম্বারে মেসেজ করে জমা দিতে হবে।
♦এরপর www.btebadmission.com.bd  অথবা www.bteb.gov.bd অথবা www.techedu.gov.bd অথবা www.moedu.gov.bd  অথবা  www.nsdc.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম (Application form) যথাযথভাবে  পূরন করতে হবে।
#ফি_জমা_দেয়ার_পদ্ধতিঃ-
টেলিটক প্রিপেইড সিমের সাহায্যে প্রথমে নিম্নোক্ত নিয়মে মেসেজ পাঠাতে হবে।
BTAD<SPACE>XXX<SPACE>YYYYYY<SPACE>ZZZZ<SPACE>RRRRRR<SPACE>S টাইপ করে 16222 নাম্বারে পাঠাতে হবে।
এখানে XXX হল আবেদনকারী  যে শিক্ষাবোর্ড থেকে পাশ করেছে তার নামের প্রথম তিন অক্ষর, YYYYYY হল এসএসসি রোল নম্বর, ZZZZ পাসের সন, RRRRRR হল এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এবং S হল শিফট যেখানে ১ম শিফটের জন্য A, ২য় শিফটের জন্য B,  উভয় শিফটের জন্য C.
♦আবেদনকারী ভর্তির যোগ্য হলে নাম, পিতার নাম, মাতার নাম, শিফট, একটি পিন নাম্বার এবং পরীক্ষার ফি হিসাবে এক শিফটের জন্য ১৫০/- , উভয় শিফটের জন্য ৩০০/- কেতে রাখার সম্মতি চেয়ে ফিরতি মেসেজ দেয়া হবে। ফিরতি মেসেজের রিপ্লাই নিম্নোক্ত নিয়মে দিতে হবে।
BTAD <SPACE>YES <SPACE>PIN<SPACE> MOBILE NUMBER  লিখে 16222 নাম্বারে পাঠাতে হবে। প্রার্থীকে  Money receipt নাম্বারসহ একটি ফিরতি মেসেজ দেয়া হবে। মানি রিসিপ্ট নাম্বারটি নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে এবং মানি রিসিপ্ট নাম্বার পাওয়ার পরেই অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
#আবেদন_পূরণের_ধাপঃ- উপরে উল্লেখিত ওয়েবসাইটের  Home Page হতে “পলিটেকনিক-টিএসসি(ডিপ্লোমা) ভর্তি” বাটনে ক্লিক করে Application form Open করতে হবে।
→১ম ধাপে রোল ,বোর্ড, পাসের সন এবং রেজিস্টেশন নাম্বার পূরন করতে হবে। আবেদঙ্কারীর তথ্য সঠিক হলে ও ফি জমা দেয়া থাকলেই পরের ধাপে যেতে পারবে।
→২য় ধাপে টেলিটকের মেসেজের মাধ্যমে পাওয়া Transaction Code পূরন করতে হবে। Transaction Code সঠিক হলে পরের ধাপে যেতে পারবে।
→৩য় ধাপে আবেদনকারীর তথ্য প্রদর্শিত হবে এবং এখানে আবেদনকারীর ছবি (JPG Format- এ এবং অনধিক 50KB)  আপলোড করতে হবে।এছাড়া আবেদনকারীর কোন কোটা যুক্ত হলে সেই সংক্রান্ত ডকুমেন্ট আপলোড করতে হবে।
→৪র্থ ধাপে (মেসেজে আবেদনকৃত শিফট অনুযায়ী) সকল প্রতিষ্ঠান এবংটেকনোলজী প্রদর্শিত হবে এবং সেখান থেকে প্রতি শিফট এ অনধিক ১০ টি করে প্রতিষ্ঠান-টেকনোলজি পছন্দ করতে হবে।
♦প্রতিষ্ঠান-টেকনোলজি পছন্দ শেষ হলে পরের ধাপে পছন্দকৃত সকল শিফট-প্রতিষ্ঠান-টেকনোলজি প্রদর্শিত হবে এবং আবেদনকারী তার পছন্দক্রম পরিবর্তন করতে পারবে।
♦অতঃপর আবেদনকারীকে তার সকল তথ্য ,ছবি, পছন্দকৃত প্রতিষ্ঠান-টেকনোলজি এবং পছন্দক্রম প্রদর্শন করা হবে, এবং আবেদন সম্পন্ন করার সর্বশেষ অনুমতি চাওয়া হবে। আবেদন সম্পন্ন হলে আবেদনকারীর Contact মোবাইলে SMS  এর মাধ্যমে আবেদনের Application  ID এবং Pin Number পাঠানো হবে। এই Application  ID এবং Pin Number দিয়ে পরবর্তীতে আবেদনকারী তার আবেদনের তথ্যসমূহ পরিবর্তন করতে পারবে।





Shares