নাসিরনগরে বেসিক কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
এম.ডি.মুরাদ মৃধা॥ জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা যুব উন্নয়ন বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদের আয়োজনে তিন দিনব্যাপি বেসিক কম্পিউটার ও ইন্টারনেট ট্রাবল শুটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।
সোমবার অফিসার্স ক্লাবে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার কর্মশালার শুভ উদ্বোধন করেন ।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ,উপজেলা প্রকৌশলী মোঃ রিয়াদুল কুদ্দুস, প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া।
স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ ও জাইকার প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান। উক্ত প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন দপ্তরের ২৫ কর্মচারী অংশগ্রহন করেন।
উক্ত কোর্সে বেসিক কম্পিউটার অপারেশন,মাইক্রোসর্ফট অফিস,ইন্টারনেট ও ইমেল এর ব্যবহারসহ দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে।