নাসিরনগরকে মাতিয়ে দিলেন ইউপি চেয়াম্যান পদপ্রার্থীএডভোকেট মুজিবুর রহমানের সমর্থকরা
বিশেষ সংবাদদাতা : নাসিরনগর উপজেলার ৩ নং কুন্ডা ইউনিয়নের চেয়াম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি এডভোকেট মোঃ মুজিবুর রহমানের সমর্থনে ৫ সহস্রাধিক মানুষের একটি বিশাল মিছিল শনিবার উপজেলা সদরকে মাতিয়ে দিয়েছে। ক্ন্ডুা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষের ঢল দুপুর ১.০০ ঘটিকার দিকে দীর্ঘ ৫ কিলোমিটার পথ পায়ে হেটে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি এডভোকেট মুজিবুর রহমানকে সাথে নিয়ে নৌকা মার্কার শ্লোগান দিতে দিতে উপজেলা সদরে উপজেলা আওয়ামীলীগের কার্য্যালয়ে এসে পৌঁছে। এসময় দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন পত্রটি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের নিকট জমা দেন এডভোকেট মুজিবুর রহমান। মনোনয়ন পত্র জমাকালে কার্য্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিন এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এডঃ ছায়েদুল হক এর পুত্র ডাক্তার রায়হান। উপজেলা সদরে কোন চেয়ারম্যান পদে এতো বড় মিছিল নজিরবিহীন বলে উল্লেখ করেছেন প্রত্যক্ষদর্শীরা। এডভোকেট মোঃ মুজিবুর রহমান কুন্ডা ইউনিয়নের মছলন্দপুর গ্রামের মোঃ সিদ্দিক মিয়ার পুত্র। তিনি উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহ্বায়ক এবং আওয়ামী আইনজীবি পরিষদের সদস্য হিসেবে কাজ করছেন। তিনি দীঘদিন যাবৎ এলাকার মানুষের সেবায় নিজেকে নিযোজিত করে রেখেছেন। এডভোকেট মুজিবুর রহমান বলেন, আমি আওয়ামীলীগ থেকে মনোনিত হয়ে ইউনিয়নের চেয়ারম্যান নিবার্চিত হলে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমৃদ্ধশালী দেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নে তৃনমূলকে শক্তিশালী করার কাজ করতে চাই। পাশাপাশি এলাকার উন্নয়নে নিজের জীবনকেও উৎসর্গ করতে চাই। তাঁর সাফল্যের জন্য তিনি সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগীতা কামনা করেন।