Main Menu

দেশে ইসলামী হুকুমত কায়েম করতে ইসলামী ফ্রন্টের নেতৃত্বের কোন বিকল্প নেই:জিয়াউল হক মৃধা এমপি

+100%-

কুরআন সুন্নাহর সঠিক আদর্শ বাস্থবায়নের মাধ্যমেই বিশ্ব মানবতার মুক্তি সম্ভব, মানুষ আহলে সুন্নাত ওয়াল জামা,আতের সঠিক রুপরেখা ইসলাম ও কুরআন সুন্নাহর আদর্শ ভুলে মানবগড়া মতবাদকে লালন করার কারনেই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ঠ্র ও আর্ন্তজাতিক অংগনসহ সকল ক্ষেত্রে চরম আশান্তি ও হতাশা বিরাজ করছে। দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী হুকুমত কায়েম করতে ইসলামী ফ্রন্টের নেতৃত্বের কোন বিকল্প নেই।এই আদর্শ বাস্তবায়ন করতে ইসলামী ফ্রন্টের কর্মীদেরকে সর্বোচ্ছ ত্যাগ স্বীকারের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে,

অদ্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নাছিরনগর উপজেলা শাখার উদ্যোগে সুন্নী কনফারেন্সে গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, মাননীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ জিয়াউল হক মৃধা প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি পীরে তরিকত আল্লামা শরীফুল আজিজ আলকাদরীর সভাপতিত্বে অনুষ্টিত সুন্নী কনফারেন্সে উদ্বোধক হিসাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ তার বক্তব্য বলেন-দেশে আজ একদিকে মুজিব বাদী আদর্শ,অপর দিকে জাতীয়তাবাদী আদর্শ বিস্তারের জন্য দুই নেএী দেশের সাধানর মানুষকে দুই ভাগে বিভক্ত করে নিজেদের স্বার্থ হাসিলে মরিয়া হইয়া উটেছে, দুই নেএীর কাদা ছুরা ছুরীর রাজনীতিতে দেশ আজ গৃহ যুদ্ধের দিকে দাবীত হচ্ছে। তাই এ সমস্ত অসুস্থ রাজনীতি থেকে জাতীকে মুক্ত করতে বাংলাদেশ ইসালামী ফ্রন্টের পতাকাতলে দেশ বাসীকে ঔক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

প্রধান মেহমান হিসাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা শায়েখ আবু সুফিয়ান আবেদী আল কাদেরী বলেছেন-কুরআন সুন্নাহর সঠিক আদর্শ বাস্থবায়নের মাধ্যমে সুন্নী দর্শনের আলোকে এবং সাহাবায়ে কেরামের মডেলে সুন্দর সমাজ বিনির্মানের জন্য সকল কে ভেদাবেদ ভূলে গিয়ে সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। অন্যান্যদে মধ্যে সভারতœ ছিলেন-বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অন্যতম উপদেষ্ঠা পীরে তরিকত আল্লামা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়া,অন্যান্যদে মধ্যে বক্তা ছিলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠিনিক সচিব আল্লামা আ.ন.ম মাসউদ হোসাইন আল কাদেরী, বিশেষ বক্তা ছিলেন পীরে তরিকত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আততাহেরী, শুভেচ্ছা বক্তব্য- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ন সাংগঠিনিক সচিব আলহাজ্ব এডঃ ইসলাম উদ্দিন দুলাল বলেন কুরআন সুন্নাহর সঠিক আদর্শ বাস্থবায়নের মাধ্যমে স¤্রদায়ীক সমপ্রীতি বজায় রেখে সুন্দর সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কোন বিকল্প নেই।

অন্যান্যদে মধ্যে বিশেষ অতিথি ছিলেন- জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি পীরে তরিকত অধ্যাপক মাওঃ নাজিম উদ্দিন, জেলা সহ সভাপতি পীতে তরিকত আল্লামা নুরুল ইসলাম আলকাদেরী,অধ্যক্ষ আল্লামা মহি উদ্দিন মোল্লা,সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান,যুগ্ম সাংগঠনিক সচিব পীরে তরিকত আল্লামা জাফরুল কুদ্দুছ গালিব, প্রচার সম্পাদক সৈয়দ আবুল বাশার,দপ্তর সম্পাদক মাওঃ ছায়েদুজ্জামান জাবের, বিজয়নগর উপজেলা সভাপতি পীতে তরিকত আল্লামা আবু বকর আনছারী, মাওঃ সাফওয়ান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-দাতমন্ডল মিরানিয়া দরবার শরীফের পীর সাহেব ও জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ন সাধারণ সম্পাদক পীরে তরিকত মাওঃ আলা উদ্দিন আহমেদ আল কাদরী, কচুয়া মিরানিয়া মতিনিয়া তরবার শরীফের পীর সাহেব ও জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ন সাধারণ সম্পাদক পীরে তরিকত আলহাজ্ব মাওঃ মোস্তাক আহমদ ওয়াইসী আলকাদরী, মিরানিয়া দরবার শরীফের খলিফা ও জেলা ইসলামী ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক পীরে তরিকত আলহাজ্ব মাওঃ আব্দুল আজিজ আল কাদেরী, নাছিরপুর দরবার শরীফের পীর সাহেব সৈয়দ আশরাফুল আবদাল মুকাল্লিদ,জেলা ইসলামী ফ্রন্টের শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক মাওঃ আরফাত উল্লা, উপজেলা সাবেক সাধারন সম্পাদক মাওঃ আতাউর রহমান গিলমান, দাতমন্ডল আজিজিয়া দরবার শরীফের খলিফা নাছির নগর উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি পীরে তরিকত মাওঃ মোঃ গোলাম মোহাম্মদ খান, উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি পীরে তরিকত শাহ সুফী আলহাজ্ব সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল, ফান্দাউক দরবার শরীফের পীর সাহেব মাওঃ আবু বকর সিদ্দিক, খান্দুরা দরবার শরীফের পীর সাহেব ও উপজেলা ইসলামী ফ্রন্টের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সৈয়দ মতিন বখত, নুরপুর্র দরবার শরীফের পীর সাহেব পীরে তরিকত মাওঃ সৈয়দ আব্দুল ওয়াদুধ, গোকর্ণ দরবার শরীফের পীর সাহেব পীরে তরিকত মাওঃ সৈয়দ সামছল হক, বুড়িশ্বর দরবার শরীফের পীর সাহেব ও দাতমন্ডল আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াস সাহেব, বুড়িশ্বর গাউছিয়া দরবার শরীফের পীর সাহেব মাওঃ শফিকুর ইসলাম চিশতী, নাছিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সদস্য সচিব অধ্যাপক মাওঃ রহিম নেওয়াজ, উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি অধ্যাপক মাওঃ এখলাছুর রহমান, উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারন সম্পাদক মাওঃ আব্দুল বাছির, সহ সাধারণ সম্পাদক মাওঃ গাজিউর রহমান, উপজেলা সাংগঠনিক সম্পাদক মীর মোঃ জাকির হোসাইন,সহ সাংগনিক সম্পাদক ডাঃ অহিদুর রহমান, দপ্তর সম্পাদক মাওঃ বশির পাঠান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওঃ আনোয়ার হোসেন, পীরে তরিকত মাওঃ সৈয়দ মোঃআমিনুল ইসলাম নুরী, মাওঃ জিয়াঊর রহমান,মাওঃ তাউছ,মাওঃ জিয়াউর রহমান,হাফেজ রহমত আলী, মাওঃ সেলিম হোসাইন, মাওঃ শাহাব উদ্দিন,মাওঃ হাবিবুর রহমান,মাওঃ নিয়াজ মোহাম্মদ ভুইয়া, মাওঃ সিরাজুল ইসলাম,মাওঃ জহিরুল ইসলাম মাওঃ ছোয়াব হোসাইন তাহেরী, মাওঃ রাফি উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শওকতুল ইসলাম, নাছির নগর উপজেলা যুবসেনা সভাপতি মাওঃ আশরাফুলআজিজ আলকাদেরী, সাধারন সম্পাদিক মাসউদ হোসাইন ভুইয়া, যুবসেনা উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ছাত্রসেনা জেলা সাধারন সম্পাদক ইকবাল হোসাইন বাবুল, ছাত্রসেন ব্রাহ্মনবাড়ীয়া সরকারী কলেজ শাখার সভাপতি ছাত্রনেতা মোঃ আবু তৈয়ব,সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সুমন, সদর উপজেলা সভাপতি মোঃ জাকির হোসাইন জিকু, ছাত্রসেনা উপজেলা সভাপতি মোঃ নুরে আলম রেজা, সাধারন সম্পাদক মুখলেছুর রহমান শরীফ,হাফেজ রহমত আলী,মাওঃ আক্তার হোসাইন,আতাউল মোস্তফা,মাজহারুল হক বাপ্পি,হোসাইন মোস্তফা, আবুল হোসাইন, রহমত আলীসহ প্রমুখ।অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন নাছিরনগর উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাধারন সম্পাদক মাওঃ এম. এ. বাছির।প্রেস রিলিজ






Shares