নাসিরনগরে শিক্ষা সেবিকাদের দিনব্যাপী কর্মশালা
প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিক্ষা কার্যক্রম থেকে ১ম ও ২য় শ্রেনী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ,পাঠ আয়ত্ব করতে সহায়তা ও শিক্ষার মান উন্নয়নে সহায়তার লক্ষ্যে আশার প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় উপজেলার ১৫টি শিক্ষা কেন্দ্রে কর্মরত সুপারভাইজার ও শিক্ষা সেবিকাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার নাসিরনগর আশার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আশার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ।
বিশেষ অতিথি ছিলেন আশার জেলা ব্যবস্থাপক অমি রঞ্জন ধর, উপজেলা প্রাথমিক রির্সোস ইন্সট্যাক্টর মোঃ শাহজাহান ভূঁইয়া ,সাংবাদিক আকতার হোসেন ভূইয়া।
বক্তব্য রাখেন, আশার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাফিউদ্দিন, শিক্ষা সুপারভাইজার দেবাশীষ গোপ, শিক্ষা সেবিকা স্বপ্না রানী দাস প্রমূখ।
কর্মশালায় উপজেলার ১৫টি শিক্ষা কেন্দ্রে কর্মরত সুপারভাইজার ও সেবিকারা অংশগ্রহন করেন।