Main Menu

নাসিরনগরে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত

+100%-

নাসিরনগরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে,সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে নাসিরনগর উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর জীবন,বাংলাদেশের মুক্তিযুদ্ধ,স্বাধীনতা ও আর্দশের উপর আলোচনা সভা , বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশুদের চিত্রাষ্কন, রচনা প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের নেতৃত্বে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোক র‌্যালী উপজেলা সদরে বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গণেশ চন্দ্র মন্ডল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া, অধ্যক্ষ মোঃ আলমগীর,সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া, প্রধান শিক্ষক আবদুর রহিম প্রমখ। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে দোয়া ,মিলাদ মাহফিল ও মন্দির-ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।






Shares