প্রকাশিত সংবাদের প্রতিবাদ
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
গত ২৪ নভেম্বর ২০১৩ খ্রি. রোজ রবিবার দৈনিক ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার বর্ষ নং- ২২, সংখ্যা-২৮০ প্রথম পৃষ্ঠায়, ২৭ নভেম্বর ২০১৩ খ্রি. রোজ বুধবার আলোকিত বাংলাদেশ এর বর্ষ নং-৪, সংখ্যা-৮৪ ও যায়যায় দিন পত্রিকায় “ ব্রাহ্মণবাড়িয়া ৬টি আসনে জাতীয় পার্টির ১০ নেতার দলীয় মনোয়নপত্র ক্রয়” সংক্রান্ত সংবাদটি আমার দৃষ্টি গুজর হয়েছে। উক্ত সংবাদে আমি ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন ক্রয় করেছি মর্মে উল্লেখ করা হয়েছে। আমি ২০০১ সালে জাতীয় পার্টি (না-ফি) তে যোগদান করি এবং তৎকালীন সময়ে ৪দলীয় ঐক্যজোটের (না-ফি)র পক্ষে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে অল্প ভোটের ব্যবধানে আওয়ামীলীগ প্রার্থীর সাথে পরাজয় বরণ করি। বর্তমানে আমার দল বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি। আমি বিজেপি’র কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির আহ্বায়ক। আমার দলের চেয়ারম্যান জনাব ব্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থ- এম.পি। বর্তমানে আমার দল ১৮দলীয় জোটের অন্যতম শরীক দল। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আমি বিজেপি’র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামীলীগ প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হই। আমি সারা বাংলাদেশে সফল উপজেলা চেয়ারম্যান হিসেবে একাধিক স্বর্ণ পদক ও বিভিন্ন পদকে ভুষিত হয়। বর্তমানে ১৮দলীর জোটের শরীক দল হিসেবে বিজেপির পক্ষে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সুনামের সাথে আমার সংসদীয় এলাকায় চষে বেড়াচ্ছি। বাংলাদেশ জাতীয় পার্টি এরশাদের সাথে আমার কোন সম্পর্ক নেই বরং আমি এরশাদের বিরুদ্ধে আমার এলাকা নাসিরনগরে ঝাড়– মিছিল করেছি। যাহা গত ২৫ নভেম্বর ২০১৩খ্রি. রোজ সোমবার দৈনিক কালের কন্ঠের ১৮ পৃষ্টায় প্রথম কলামে প্রকাশিত হয়েছে। আমার সুনাম ও জনপ্রিয়তা ঈর্ষান্নিত হয়ে একটি কু-চক্রি মহল ষড়যন্ত্রমূলক ভাবে বিভিন্ন পত্রিকায় এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত এবং আমার সুনাম নষ্ট করার দুরবিসন্ধি মাত্র। আমি পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। বীরমুক্তিযোদ্ধা |