নাসিরনগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধ শতাধিক আহত॥ ২০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ
প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইলে ফেক্সিলোডকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপে অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রনে পুলিশ ২০ রাউন্ড টিয়ার সেল নিপে করে। জানা যায়, গত রবিবার বিকেলে উপজেলার ফান্দাউক পশ্চিমপাড়ার শাহআলম শাহের ছেলে মোঃ রুবেল শাহ ও পূর্ব পাড়ার মোঃ হারু মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতির ঘটনা ঘটে। পরদিন সোমবার সকালে গরুর বাজার এলাকায় মোবাইলে ফেক্সিলোড করতে গেলে পূর্ব ঘটনার রেশ ধরে পুনরায় উভয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে উভয় পরে কয়েক শতাধিক লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। দুপুর পর্যন্ত ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পরে মহিলাসহ কমপে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এসময় দাঙ্গাবাজরা ১০/১২টি দোকানপাট ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়। পরে জেলা থেকে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ শাহ আলম বকাউল এর নেতৃত্বে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আহসানুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। |