Main Menu

Monday, June 10th, 2013

 

বিজয়নগরে সড়ক দূঘটনায় নিহত এক

প্রতিনিধি ॥ সোমবার বিকেল সাড়ে  তিনটায় ঢাকা সিলেট মহসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলাম পুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় মঙ্গলনেসা নামক এক মহিলা নিহত হয়েছে। জানা গেছে , দুপুর সাড়ে তিন টায় ইসলামপুর নামক স্থানে বিজয়নগর উপজেলার মনিপুর গ্রামের রুসমত মিয়ার স্ত্রী মঙ্গলনেসাকে একটি ট্রাক ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল  চারটায় তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।


বাঞ্ছারামপুরে স্ত্রীর পরকীয়ায় স্বামী খুন, স্ত্রী গ্রেফতার

  প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্ত্রীর পরকীয়া প্রেমের বলি হলেন স্বামী আব্দুল করিম (৪৮) নামের এক ব্যক্তি। ঘটনার সাথে জড়িত সন্দেহে আব্দুল করিমের স্ত্রী শিমু আক্তার (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, উপজেলার ফরদাবাদ গ্রামের কৃষক আব্দুল করিম প্রায় ১২ বছর পুর্বে কুমিল্লার মুরাদনগরের  সিদলাই গ্রামের ফারুক মিয়ার মেয়ে শিমু আক্তারকে বিয়ে করেন। শিমু আক্তার তার দ্বিতীয় স্ত্রী।  সোমবার সকালে আব্দুল করিম এর বাড়ির পাশে (বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের ধারে) জুতা ও মোবাইল ফোনের সেট দেখে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ফোর্স নিয়েবিস্তারিত


বর্ডার বাজারে পুকুর থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার

  প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার এলাকা সংলগ্ন একটি পুকুর থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা পৌঁনে সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাম সেলিম মিয়া (৩৫)। তিনি দীর্ঘ দিন ধরে বর্ডার বাজার এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল পাশা  বলেন, “সন্ধ্যায় স্থানীয় লোকজন পুকুরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। সেলিম একজন রিকশা চালক ছিল। রোববার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।” লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্যবিস্তারিত


টাঙ্গাইল থেকে অপহৃত ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার ॥ ২ অপহরনকারী গ্রেফতার

প্রতিবেদক : অপহৃত হওয়ার ১৭ দিন পর ব্রাহ্মণবাড়িয়া থেকে টাঙ্গাইলের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে র‌্যাব-৯। এসময় অপহরন চক্রের ২ সদস্যকেও আটক করা হয়। র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের এএসপি মোঃ গোলাম রুহুল কুদ্দুস জানান, গত ২৪ মে টাঙ্গাইল পৌরসভার পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার মোঃ আক্তার হোসেনের ছেলে ব্যবসায়ী মোঃ আবু আহম্মেদ (৩০)কে আব্দুস সালামের পরিকল্পনা অনুযায়ী টাঙ্গাইলের হাসিসহ কয়েকজন তাকে অপহরন করে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসে। পরে তাকে শহরের সরকারপাড়া আব্দুস সালামের ভাড়াটিয়া বাসায় আটকে রেখে তার পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এ ব্যাপারে ৪ জুন র‌্যাব-৯ কে অবহিত করা হলেবিস্তারিত


নাসিরনগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধ শতাধিক আহত॥ ২০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ

প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইলে ফেক্সিলোডকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপে অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রনে পুলিশ ২০ রাউন্ড টিয়ার সেল নিপে করে। জানা যায়, গত রবিবার বিকেলে উপজেলার ফান্দাউক পশ্চিমপাড়ার শাহআলম শাহের ছেলে মোঃ রুবেল শাহ ও পূর্ব পাড়ার মোঃ হারু মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতির ঘটনা ঘটে। পরদিন সোমবার সকালে গরুর বাজার এলাকায় মোবাইলে ফেক্সিলোড করতে গেলে পূর্ব ঘটনার রেশ ধরে পুনরায় উভয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে উভয় পরে কয়েক শতাধিক লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্রবিস্তারিত


হরতালে মাঠে নেই জামায়াত-শিবির

প্রতিনিধি:জামায়াত-শিবিরের ডাকা দেশব্যাপী সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে ব্রাহ্মণবাড়িয়া শহরসহ আশপাশের কোথাও পিকেটিং, মিছিল বা মিটিং করছে না দলটির নেতাকর্মীরা।ফলে সকাল থেকে শহরে প্রতিদিনের মতো যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।জেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। রেলপথে ট্রেন চলাচলও স্বাভাবিক। শহরে হরতালে দায়িত্বরত পুলিশ সদস্যদের অলস সময় কাটাতে দেখা গেছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় শহর ও শহরতলির কমপক্ষে ৪১টি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


নবীনগরে ৪১টি কমিউনিটি ক্লিনিকে ল্যাপটপ বিতরণ

এস এ রুবেল  :ব্রাহ্মণবাড়িয়ার নবীগর উপজেলার ৪১টি কমিউনিটি ক্লিনিকে ৪১টি ল্যাপটপ বিতরণ করা হয়। আজ সোমবার সকালে নবীনগর সরকারী হাসপাতাল সম্মেলন কক্ষে প্রতিটি কমিউনিটি ক্লিনিকের সিএইচ সিপিদের কাছে অনুষ্ঠানের প্রধান অতিথি ল্যাপটপ তুলে দেন। উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডাঃ মোঃ সাদেক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার। এ সময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইউনুছ আলী ডাঃ মোঃ দেলোয়ার হোসেন,ডাঃ আলমাছ হোসেন, ডাঃ তাহমিনা আক্তার ডাঃ কামরুজ্জান প্রমুখ। পরে সিএইচ সিপি ৪১ জনকে ই-স্বাস্থ্যের উপর প্রশিক্ষন দেয়া হয়।


নবীনগরে ৮ জুয়ারী গ্রেফতার

প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আট জুয়ারীকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার বিজয় পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে হেলাল মিয়া (৩০) আমীর হোসেন (৪৫) রুপ মিয়া (৩৫) নুরুল আমীন (৩৫) ফিরুজ মিয়া (৩৩) হেলাল মিয়া (৩৬) আলকাছ মিয়া (৩৫) ও আনন্দ চন্দ্র বর্মন (২৫) এদের সবার বাড়ি পৌর এলাকার বিজয় পাড়ায় । পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বিজয় পাড়ার নূরুল আমীনের চায়ের দোকানে জুয়া খেলার সময় রাত তিনটার দিকে তাদের আটক করা হয়। আজ সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।


সরাইলে তিন ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধিঃ সরাইলে ডাকাতি করে পালানোর সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোর বেলা ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, মহাসড়কে একটি যাত্রীবাহী সিএনজি আপটক করে যাত্রীদের সর্বস্ব লুটে পালিয়ে যাচ্ছিল ডাকাত দল। তাদের পেছনে ডাকাত ডাকাত বলে চিৎকার ছুটছিল ভুক্তভোগী এক যাত্রী। এ সময় ডাকাতদের গ্রেপ্তার সড়কে টহলরত পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- নোয়াপাড়ার সিডিবেগ এলাকার হেলাল মিয়ার পুত্র সাগর (২০), সরাইল উপজেলার কালিকচ্ছের সাঈদ মিয়ার পুত্র আলামীন (২০) ও বিজয়নগর উপজেলার মাশাউড়া এলাকার মনিপুর গ্রামের আবু রহমানের পুত্র নূর আলম (২২)।


ট্রানজিট : ত্রিপুরায় পণ্য পরিবহন শুরু ।।সড়ক সংস্কার করে দেবে বাংলাদেশ।অর্থ দেবে না ভারত

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের ওপর দিয়ে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় পণ্য পরিবহন শুরু করেছে ভারত। তিন হাজার টন খাদ্যশস্য বোঝাই বার্জ গত বুধবার পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে আশুগঞ্জের উদ্দেশ্যে রওনা করেছে। আগামী তিনমাসে ১০ হাজার টন খাদ্যশস্য যাবে ত্রিপুরায়। আর ছয় মাসের মধ্যে ৩০ হাজার টন পণ্য যাবে আসামে। এতে ভারতের খরচ বাঁচবে ১শ কোটি রুপি (১৬৩ কোটি টাকা)। আর এই পণ্য পরিবহনের জন্য ৬১ কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার করে দেবে বাংলাদেশ। বিনিময়ে বাংলাদেশ ভারতের কাছে কিছুই দাবি করবে না। কোন অর্থ দাবি না করার জন্য গত মাসে ভারতের স্বার্থের তদারকিবিস্তারিত