Main Menu

নাসিরনগরে বজ্রপাতে স্ত্রী নিহত স্বামী আহত

+100%-
প্রতিনিধি:বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান সাড়ে সাত ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নে চান্দেপাড়া গ্রামে বজ্রপাতে স্ত্রী আছমা বেগম (২৫) নিহত ও স্বামী নসু মিয়া (৩০) আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে প্রচন্ড গরমে স্বস্থির জন্য গ্রামের কাচন মিয়ার ছেলে নসু মিয়া (৩০) তার স্ত্রী আছমা বেগম (২৫) কে নিয়ে বাড়ি দণি পাশে খোলা জায়গা ঘুরাফেরা করছিল এ সময় হঠাৎ বজ্রপাতে আঘাতে স্ত্রী আছমা বেগম ঘটনার স্থলে মারা যায়।স্বামী নসু মিয়া মারাত্মক আহত হয়। আহত নসু মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Shares