Main Menu

অবশেষে নাসিরনগরে রাস্তার পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-সরাইল সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট অবশেষে উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্টেট সামিহা ফেরদৌসীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কলেজ মোড়ে সিএনজি ষ্ট্যান্ডে ও আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশে সিএনজি ষ্ট্যান্ডে রাস্তার পাশে ও উপজেলা পরিষদ চত্বরে গড়ে উঠা বেশ কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়া নাছিরপুরে গ্রামে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠা একটি ঘরও গুড়িয়ে দেন। উল্লেখ্য, এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট কমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হয়।


Shares