Main Menu

নাসিরনগরে গলাকেটে যুবক হত্যা

+100%-

নাসিরনগরে মিন্টু মিয়া নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার গুকর্ণ ইউনিয়নের ব্রাহ্মণশাসন গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মিন্টু মিয়া(৩০) ওই গ্রামের লাবু মিয়ার ছেলে। রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, ব্রাহ্মণশাসন গ্রামের বেরীবান এলাকায় ধান খেতের আইল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। গলাকাটা ছাড়াও তার শরিরের বিভিন্নস্থানে কুপানো হয়েছে। তিনি আরও জানন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি যে, নিহতের চাচাত ভাই আব্দুল কাদের, কামাল এবং সাচ্চু মিয়ার সাথে তার বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।






0
0Shares