Main Menu

নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

+100%-
আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর সংবাদদাতা ॥ বিদ্যুৎ ও জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের  প্রতিবাদে কেন্দ্রীয়  বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরে বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিএনপির কার্যালয় চত্বরে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওমরাও খানের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিএনপি সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হাসান ভুইয়া,আজিজুর রহমান চৌধুরী, নাছির চৌধুরী ,আমিরুল হোসেন চকদার,কে এম বসিরউদ্দিন তুহিন,খোকন রাজা, মহিলা দলের নেত্রী হাসনা হেনা, যুবদল নেতা কামরুল আলম ভূইয়া, সৈয়দ আবু সারোয়ার,জাসাস নেতা শাখাওয়াত হোসেন ভুইয়া, পল্লব চক্রর্বতী ,ছাত্রদল নেতা সৈয়দ নাছির উদ্দিন,এমএ মঈন প্রমূখ।
« (পূর্বের সংবাদ)Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

Shares