Main Menu

নাসিরনগরের ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে: শিরিন

+100%-

sirin-akterপ্রতিনিধি:: নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে মূর্তি ভাঙচুরকে একাত্তরের নারকীয় হামলার ছবির সঙ্গে তুলনা করা যায় বলে মন্তব্য করেছেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি।

পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা ও মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিরিন আক্তার বলেন, “৭১-এর যুদ্ধে বাংলাদেশকে যেভাবে সব ধর্মের লোকজন মিলে জয়ী করে তুলেছে এখন আবার এক হয়ে কাজ করতে হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। এখানে যদি প্রশাসনের কারো কোনো গফিলতি পাওয়া যায় তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।”

এসময় তার সঙ্গে ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আনোয়ার, তথ্য ও গবেষণা সম্পাদক জুলফিকার মান্নান জামি, সদস্য রোকেয়া সুলতানাসহ জেলা জাসদের নেতারা।

এদিকে, পুলিশ সদর দপ্তর থেকে গঠন করা চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছে।






Shares