Main Menu

সরাইলে অপহরণের তিনদিন পর এস এস সি পরীক্ষার্থী উদ্ধার

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে::ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অপহরণের তিদিন পর এস এস সি পরীক্ষার্থী মনিরুল হক (১৬) কৌশলে অপহরণকারীদের কবল থেকে পালিয়ে এসেছে। গত বুধবার রাতে তাকে ফেনী জেলার সোনাগাজী এলাকা থেকে উদ্ধারের পর বাড়িতে নিয়ে আসে অভিভাবকরা। মনিরুল উপজেলার সদর ইউনিয়নের কুট্রাপাড়া গ্রামের সৌদী প্রবাসী শফিকুল হকের ছেলে। মনিরুলের পারিবারিক সূত্রে জানা যায়, কুট্রাপাড়া উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী মনিরুল। গত সোমবার (২৬ জানুয়ারী) বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল। বিদ্যালয় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে আসার পর তাকে অপহরণ করে নিয়ে যায় দূর্বৃত্তরা। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ফিরেনি মনিরুল। সন্ধ্যার পর মনিরুলের পরিবারের লোকজনের কাছে মুঠোফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা। পরের দিন মঙ্গলবার মনিরুলের মা সরাইল থানায় এ বিষয়ে একটি সাধারন ডায়েরী করেন। ওদিকে কিছুক্ষণ পর পর মনিরুলের নাম্বার থেকে ফোন করে মুক্তিপণ চাওয়া অব্যাহত থাকে। গত বুধবার সন্ধ্যায় মনিরুল অপরিচিত একটি নাম্বার থেকে ফোন করে তার অবস্থান জানিয়ে কিছু টাকা চায় পরিবারের লোকজনের কাছে। বিকাশের মাধ্যমে পাঠানো হয় টাকা। রাত দশটায় বাড়িতে এসে পৌঁছে মনিরুল। মনিরুল জানায়, ওইদিন অনুষ্ঠান শেষ করে বাড়ির উদ্যেশ্যে রওয়ানা দেয় সে। স্কুল থেকে বের হয়ে দেখে মহাসড়কের উপর একটি কাল গ্লাসের হাইয়েস মাইক্রো দাড়ানো। গ্লাস খুলে তাকে ডাকছে। কাছে গিয়ে দেখে তিন যুবক এ দাড়ি ওয়ালা একজন মুরব্বী বসা। এক যুবক তার হাতে ঠিকানা লিখা একটি কাগজ দিয়ে বলে ওই জায়গাটা কোন দিকে একটু দেখিয়ে দাও। মনিরুল কাগজটি পড়ছে। এমন সময় একজন কাগজটি তার মুখে ঘষে দেয়। এরপর আর কিছু বলতে পারে না সে। জ্ঞান ফেরার পর দেখে সে কুমিল্লা শহরের উপর দিয়ে যাচ্ছে। তারপর তাকে কোথায় নিয়ে রেখেছে চিনতে পারেনি। তার মুঠোফোন থেকেই ফোন করে পরিবারের লোকজনের কাছে টাকা চেয়েছে। বুধবার গভীর রাতে যখন অপহরণকারীরা ঘুমে অচেতন। তখন অত্যন্ত ঝুঁকি নিয়ে সেখান থেকে পালিয়ে এসেছে মনিরুল। অন্ধকার ঠেলে পায়ে হেঁটে সে হাজির হয় এক জায়গায়। পরে দেখতে পায় এটি সোনাগাজী এলাকা। একটি ফোনের দোকান থেকে বাড়িতে ফোন করে মনিরুল।






Shares