Main Menu

সরাইলে হাত পা বেঁধে ডাকাতি

+100%-

মোহাম্মদ মাসুদ , সরাইল :সরাইলে দুই মটর সাইকেল আরোহীর হাত পা বেঁধে সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতরা। গত মঙ্গলবার রাত ৯টায় সরাইল – নাসিরনগর সড়কের ধর্মতীর্থ নামক স্থানে এ ঘটনা ঘটেছে। ডাকাতের কবলে পড়া যাত্রীরা জানায়, কালিকচ্ছের জহির (৩০) ও কুট্রাপাড়া গ্রামের তানবির (৩৫) কালিকচ্ছ বাজার থেকে কুন্ডা মৎস প্রকল্পে যাওয়ার জন্য রওয়ানা দেয়। ধর্মতীর্থ যাওয়ার পর ১৫/২০ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে ফেলে। পরে তাদেরকে মারধর করে হাত পা বেঁধে সড়ক থেকে দেড়/দুই কিলোমিটার দূরে খালি মাঠে ফেলে আসে। ডাকাতরা দুই যুবকের মটর সাইকেলটি ( বি-বাড়িয়া-ল-১১-০৫৬৫) ছিনিয়ে নিয়ে যায়। রাত ১১টায় নিজেদের চেষ্টায় হাত পায়ের বাঁধ খুলে তারা প্রথমে কুন্ডা এলাকায় নাসিরনগর থানা পুলিশকে ও পরে সরাইল থানা পুলিশকে বিষয়টি জানায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, এ বিষয়ে তারা এখনো কোন লিখিত অভিযোগ দেয়নি। সড়কে এ এস আই ইসমাঈলের নেতৃত্বে পুলিশ ডিউটিতে ছিল। তারপরও আমরা তদন্ত করছি।


Shares