Main Menu

সরাইলে সড়ক দূঘটনা,নিহত ১

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারালে চালক মাহমুদুর রশিদ (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন । ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শান্তিনগর ও কুট্টাপাড়ার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে । নিহত ব্যবসায়ী আশুগঞ্জের তালশহর গ্রামের হারুনুর রশীদের ছেলে । তিনি ঢাকায় ব্যবসা করেন । দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটির মালিক তিনি ।

সরাইল বিশ্বরোডের খাটিহাতা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম  জানান, ঢাকার দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে থেমে থাকা একটি ট্রাকের পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে পড়ে।এতে এর চালক গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে প্রাইভেটকারটিতে অন্য কোনো যাত্রী ছিলনা বলে নিশ্চিত করেছেন তিনি ।


Shares