Main Menu

ভি.পি শামীমের বিভিন্নস্থানে গনসংযোগ অব্যাহত

+100%-

সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কারা নির্যাতিত নেতা, জেলা ছাত্রদলের বিপ¬বী সাবেক আহবায়ক ,জেলা বি.এন.পির সমাজ কল্যান সম্পাদক ও সাবেক ভি.পি আবু শামীম মোঃ আরিফ গতকাল সদর উপজেলার উলচাপাড়ায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বি.এন.পির সদস্য ও সাবেক ভি. আপেল মাহমুদ, সাবেক ভি.পি জহিরুল ইসলাম চৌধুরী লিটন, রায়হানুল ইসলাম, জেলা যুব দলের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান শাহিন, সাবেক ভি.পি তাজুল ইসলাম, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শামীম খা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি  এনামুল হক জুয়েল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আয়হবায়ক আলাউদ্দিন মুন্সি রুবেল, সদর যুবদলের সদস্য এডভোকেট বশির আহাম্মেদ, ছাত্রদল নেতা খন্দকার কামাল প্রমুখ।

গণসংযোগকালে ভি.পি শামীম বলেন, আমি আপনাদের পাশে থেকে সদর উপজেলার উন্নয়ন করতে চাই। আমি আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করি। এদিকে গতকাল সন্ধ্যায় সদর উপজেলার উত্তরাঞ্চলের ৪ইউনিয়নের নেতৃবৃন্দের সংঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দরা ভি.পি শামীমকে বি.এন.পি থেকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার আবারও দাবী জানান।  


Shares