Main Menu

সরাইল কৃষি অফিসে বিদ্যুতের অপচয়

+100%-

মোহাম্মদ মাসুদ
“যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদ্বীপ বাতি।” ভেস্তে গেছে কবির সেই উক্তি। বিদ্যুতের চরম দূরাবস্থা রোধে সরকার যখন বিদ্যুত সাশ্রয়ের জন্য নানা কর্মসূচী গ্রহন করছে। করছে সভা সেমিনার। এনার্জি বাল্ব ব্যাবহার করে বিদ্যুত সাশ্রয়ে উদ্ভোদ্ধ করছেন গ্রাহকদের। ঠিক সেই সময়ে সরাইল সদরের কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারিরা উদাসীন। গতকাল দুপুর ঠিক ১২টা ৪০ মিনিট। কৃষি অফিসের সিকিউরিটি বাল্বটি জ্বলছে। পাশের সড়ক দিয়ে লোকজন যাচ্ছে আর মুচকি হাঁসছে। বলাবলি করছে এটা কি সরকারি লোকদের বিদ্যুত সাশ্রয়ের নমুনা ! অফিস পাড়ায় নিয়মিত গমন করেন একজন সচেতন ব্যক্তি জানান, কৃষি অফিসের এ বাল্বটি সারা দিনই জ্বলে। বিষয়টি অবহিত করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনকে। তিনি বলেছেন বিষয়টি দেখছি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মসিহুর রহমান বলেন, অফিসে মিটিং চলছে। আমাদের অফিসের একটি বাল্বের সাথে সিকিউরিটি বাল্বের সুইচ সংযুক্ত। তাই এটা দিনের বেলা জ্বলে।






Shares