Main Menu

সরাইলে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষ নিহত ২, আহত ১

+100%-

মোহাম্মদ মাসুদ: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া  স্থানে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে ২ জন সিএনজি যাত্রী নিহত ও  ১জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে  রোববার বিকেলে । এদিকে নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে তিনি কিশোরগঞ্জ জেলা  ইটনা উপজেলার রতন সরকার (৩২) ও অজ্ঞাত (৩০) ।
সরাইল বিশ্বরোড হাইওয়ে ফাঁড়ি সূত্রে জানাগেছে, কুরুলিয়া প্রাঃ লিঃ নামের সিএনজি চালিত অটোরিকশাটি হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে কুট্টাপাড়ার অদূরে বিকল দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছন দিকে সজোরে ধাক্কা দিলে সিএনজিটি ধুমড়ে মুচরে যায় । এসময় ঘটনাস্থলেই একজন মারাযায় এবং গুরুত্বর অবস্থায় আরও দুজনকে সদর হাসপাতালে নেয়া হলে একজন মারা যায় । বিশ্বরোড ফাঁড়ির ইনচার্জ এস আই রফিক জানান, দূর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। এব্যাপারে আমরা নিয়মিত মামলা রুজু করব ।