Main Menu

নাসিরনগরে তিন গ্রামে পৃথক সংঘর্ষে মহিলা সহ আহত প্রায় শতাধিক

+100%-
প্রতিনিধি ঃব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার নুরপুর,কালিউতা ,ভলাকুট তিন গ্রামে গত শনিবার সন্ধ্যা ও সকালে পৃথক পৃথক সংঘর্ষে মহিলা ও শিশু সহ প্রায় শতাধিক অঅহত হওয়ার খবর পাওয়া গেছে ।

জানা গেছে শনিবারসন্ধ্যায় নুরপুর  সড়ক বাজারে টাইগার খাওয়াকে কেন্দ্র করে দুই পহ্মের সংঘর্ষে মহিলা সহ প্রায় ৫০ জন আহত হয়েছে ।অপরদিকে ওই দিনই সন্ধ্যায় ভলঅকুট গ্রামের ছায়েদ মিযার ছেলে মোঃ ফায়েজ মিয়া কিশোর গঞ্চজেলার বাজিতপুর উপজেলার পার কচুয়া গ্রামের হাজী মোঃ মফিজমিযার খামার থেকে ১৭৫টি হাস চুরি করে এনে বিক্রি করার অপরাধে ভরাকুট ইউনিয়ন পরিষদে শালীশের মাধ্যমে ১৯ হাজার টাকা জরিমানা হয় ।জরিমানার জের হিসাবে ওই দিন ফায়েজ মিয়া হাজী মফিজ মিয়ার মেয়ের জামাই মোঃ ছোট্র মিয়ার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর আসবাবপত্রলুট ,নগদ৫০হাজার টাকা ৪০হাজার টাকা মুল্যের ১ভরি স্বর্ণ ছিনতাই করে নিয়ে যায়। ওই মসয়ে ঘরের ভেতর থাকা ৩০০হাসের ডিম ভেঙে ফেলে দেয় ও ছোট্র মিয়া ,তার স্ত্রী রোখেয়া বেগম ,ছেলে সোহেল ও রবিনকে পিটিয়ে আহত করে ।আহতরা নাসির নগর হাসপাতালে ভর্তি  রয়েছে ।তাছাড়াও রবিবার সকালে চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামে গরু বেচা কেনাকে কেন্দ্র করে দুই পহ্মের সংঘর্ষে পুরুষ মহিলা ও শিশু সহ প্রায় ৪৫ জন আহত হওয়া খবর পাওয়া গেছে ।আহতদের স্থানীয় নাসির নগর হাসপাতালে ও পার্শ্ববর্তী মাধবপুর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে ।আহতদের মাঝে ইলিয়াছ ,ছোটন ,আছমা ,রামিমা নেকবর .তাজুল ইসলাম,হোসনাবেগম ,অছিমন বিবি ,আরমা বেগম ,ইছাক মিয়া ,মোহাম্মদ আলী,সহ আরো অনেককেই নাসির নগর হাসপাতালে ভতিৃ ওচিকিৎসা করানো হযেছে ।






Shares