সরাইলে সিএজি চাপায় স্কুল ছাত্র গুরুতর আহত
প্রতিনিধিঃ সরাইলে সিএনজি অটোরিক্সা চাপায় সোহেল (১১) নামের এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সিএনজিটি আটকের পর ভাংচুর করেছে। আহত সোহেলকে সরাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিকচ্ছ ধর্মতীর্থ দিঘীর পাড় এলাকার সিরাজ মিয়ার পুত্র সোহেল। সে পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বুধবার সকালে স্কুলের উদ্যেশ্যে ধর্মতীর্থ থেকে বাসে করে এসে সরাইল-নাসিরনগর সড়কের কলেজ মোড়ে নামে। রাস্তা পার হওয়ার সময় সরাইল থেকে কালিকচ্ছ গামী বেপরোয়া গতির নম্বর বিহীন যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সা সোহেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে সোহেল জ্ঞান হারিয়ে ফেলে। তাকে দ্রুত সরাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহপাটির দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত সড়কে চলে আসে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সিএনজিটি আটক করে। চালক ততক্ষনে পালিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার দায়িত্বে নিয়োজিত বাবুল চন্দ্র সাহা জানান, এক্সরে ও অন্যান্য সকল রিপোর্ট দেখার পর রোগীকে জেলা সদর হাসপাতালে প্রেরন করতে পারি। |