Main Menu

সরাইলে বাকাসস এর কর্ম বিরতি

+100%-


প্রতিনিধিঃ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর ডাকে সারা দেশের ন্যায় সরাইলে ও দুই ঘন্টার কর্ম বিরতি পালন করেছে বিভাগীয় প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। পদবী পরিবর্তন সংক্রান্ত প্রধানমন্ত্রীর অনুমোদিত সার সংক্ষেপ অবিলম্বে বাস্তবায়নের জন্য তারা এ কর্মসূচী পালন করেছেন। সরকার ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত “তহসীলদার” ও “সহকারী তহসীলদার” পদধারীদের জন্য পাঁচ ধাপ উচ্চতর বেতন স্কেল দিয়ে যাচ্ছে। পদবী পরিবর্তন করে একই প্রশাসনে একই শ্রেণীর কর্মচারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এ বৈষম্য দূর করে সমতা আনয়নের জন্য দেশব্যপী আন্দোলন শুরু হয়েছে।  সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভূমি অফিসে কর্মরত তৃতীয় কর্মচারীরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টা কর্ম বিরতি পালন করেছে। অন্যান্য অফিসের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা ও এ আন্দোলনের সাথে একাত্বতা ঘোষনা করেছে।






Shares