Main Menu

সরাইলে নবজাতককে ফেলে মা উধাও

+100%-

প্রতিনিধিঃ সরাইলে ২৫ দিনের নবজাতক তাহিম মিয়াকে ফেলে মা সীমা বেগম উধাও হয়ে গেছে। গত মঙ্গলবার সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। গৃহবধুর স্বামী স্বপন মিয়া এ বিষয়ে সরাইল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। স্বামীর পরিবার ও জিডি সূত্রে জানা যায়, ১১ মাস পূর্বে বড্ডাপাড়া গ্রামের শক্কুর আলীর পুত্র স্বপন মিয়ার সাথে বিয়ে হয় কুট্রাপাড়া গ্রামের ইব্রাহিম ঠাকুরের কন্যা সীমা আক্তারের (২০)। গত ১৭ মে শুক্রবার তাদের কুলজোড়ে আসে একটি ছেলে শিশু। নাম রাখা হয় মোঃ তাহিম মিয়া। ভালই কাটছিল তাদের সংসার জীবন। গত ১১ জুন মঙ্গলবার দুপুরে বাড়ির কাউকে কিছু না বলে উধাও হয়ে যায় সীমা। সারা দিন পেরিয়ে সন্ধা হল। সীমা আর ফিরে আসেনি। বাবার বাড়ি সহ সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজে পাওয়া যায়নি। পরে সীমার স্বামী স্বপন মিয়া সরাইল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। ডায়েরী নং- ৩৯৫। ওদিকে নবজাতকের খাবার ও লালনপালন নিয়ে বেকায়দায় পড়েছেন দাদী মর্জিনা বেগম (৫৪)। কৌঠার দুধের পাশাপাশি শিশুর ফুফু তার বুকের দুধ পান করাচ্ছেন তাহিমকে। ফুফু এবং দাদীর তত্বাবধানেই চলছে তাহিমের দৈনন্দিন জীবন।


Shares