Main Menu

সরাইলে রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী উদযাপিত

+100%-

mrida9516মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আয়োজিত বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর এর ১৫৫তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে গতকাল রবিবার সন্ধ্যায় কালীকচ্ছ ইউনিয়নের আন্দ আশ্রমে (বাবুর বাড়ী)। অনুষ্টানে প্রধান অতিথি এডভোকেট জিয়াউলহক মৃধা এমপি।
এ উপলক্ষে কবির জন্ম তিথি নিয়ে গুরুত্ব পুর্ন আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়ার ২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা , মুক্তিযুদ্ধা মো. সাদেক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, কালীকচ্ছ ইউনিয়নের নবর্নিবাচিত চেয়ারম্যান শরাফত আলী, কবি তালুকদার আবুল কাশেম, বাউল শিল্পী র্দুগাচরন দাস, সাবেক ইউপি সদস্য আহসানুল হক প্রমুখ। বক্তারা উপস্থিত এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের উদ্দ্যেশ্যে বলেন, সংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্র নাথের ছোঁয়া রয়েছে কাজেই সঠিক নৈতিকতা গড়ে তুলতে রবীন্দ্র চর্চার কোন বিকল্প নাই। আলোচনা শেষে গান ও আবৃত্তিতে মাতিয়ে তোলেন উপস্থিত দর্শকদের। অনুষ্টান পরিচালনা করেন এম এ বাসার আইডিয়াল এর সহকারী শিক্ষিকা নাজমা বেগম।






Shares