Main Menu

নিউ ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতালের অর্থপেডিক সার্জন ডা:বিষ্ণুপদ দাস ড. মোহাম্মদ শহীদুল্লা স্মৃতি পদক পেলেন

+100%-

bp-dasচিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য নিউ ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতালের অর্থপেডিক সার্জন ডা. বিষ্ণুপদ দাসকে বাংলাদেশ মেধাবিকাশ সোসাইটির পক্ষ থেকে ড. মোহাম্মদ শহীদুল্লা স্মৃতি পদক ২০১৬ তে ভূষিত করা হয়েছে। এ উপলক্ষে গত ২৬ শে নভেম্বর শনিবার বিকেল ৫ টায় ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ড. মোহাম্মদ শহীদুল্লা স্মৃতি পদক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ মেধাবিকাশ সোসাইটির চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন অপুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. খাদেমুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এ্যাড. হোসনে আরা বেগম বাবলী এম.পি. অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা, খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহাবুবুর রহমান সহ বিশিষ্ট গণ্য মান্য ব্যাক্তিবর্গরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেস রিলিজ