Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ জননী জাহানারা ইমামের ২১তম মৃত্যুবার্ষিকী  গতকাল শুক্রবার পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি জেলা শাখার উদ্যোগে স্থানীয় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি জয়দুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাথী চৌধুরী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লিটন দেব, জেলা উদীচীর সহ-সভাপতি ফারুক আহাম্মদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সোহেল, সাহিত্য একাডেমির সদস্য নূরুল আমিন প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, শহীদ জননী জাহানারা ইমাম যে আন্দোলন শুরু করেছিলেন তা এখন পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। এই বিচারের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। সকল যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনতে হবে।






Shares