Main Menu

আদালতে হাজির এ কে খন্দকার:: ২৫ জুন এ বিষয়ে শুনানির দিন ধার্য

+100%-
ডেস্ক ২৪::বইয়ে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত তথ্য তুলে ধরার অভিযোগে দায়ের করা মামলায় জামিন চেয়েছেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ কে খন্দকার। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনীরা সুলতানার আদালতে স্বশরীরে হাজির হয়ে এই আবেদন করেন তিনি। যদিও ২৫ জুন মহাজোট সরকারের সাবেক এই পরিকল্পনামন্ত্রীকে হাজির হতে ১৬ মার্চ নির্দেশ জারি করেছিলেন আদালত। কিন্তু এর আগেই বৃহস্পতিবার আদালতে হাজির হন খন্দকার। এরপর খন্দকারের জামিন আবেদন গ্রহণ করে ২৫ জুন এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন আদালত। বিগত মহাজোট সরকারের পরিকল্পনা মন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ কে খন্দকারের বিরুদ্ধে গত বছরের ১০ সেপ্টেম্বর এই মামলা দায়ের করা হয়। তাঁর প্রকাশিত ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইয়ে মুজিব বাহিনী নিয়ে কটূক্তি করার অভিযোগে এম এ ইসহাক ভূঁইয়া নামের এক ব্যক্তি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। আদালতে বাদী নিজেকে মুক্তিযুদ্ধকালীন ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের মুজিব বাহিনীর অধিনায়ক দাবি করেন। ইসহাক ভূঁইয়ার বাড়ি জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামে। তাঁর বাবার নাম মৃত খলিল ভূঁইয়া। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। দণ্ডবিধি আইনের ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি করা হয়েছে। মামলার আর্জিতে বলা হয়, এ কে খন্দকার ‘১৯৭১: ভেতর বাইরে’ বইয়ে লিখেছেন, মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর কিছু সদস্য লুটপাটে নেতৃত্ব দিয়েছেন। ওই বাহিনীর বেশির ভাগ সদস্যকে মুক্তিযুদ্ধের মাঠে দেখা যায়নি। এ-জাতীয় লেখা মুক্তিযুদ্ধ ও মুজিব বাহিনীর জন্য মানহানিকর। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অসৎ উদ্দেশ্যে এসব কথা লেখা হয়েছে। বাদী ইসহাক ভূঁইয়া দাবি করেন, ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষণের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন।





Shares