Main Menu

মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত

+100%-

৬ জুন শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর তত্ত্বাবধানে বেসরকারী সংস্থা “সমাজ উন্নয়ন কেন্দ্র” কর্তৃক সদর উপজেলার উলচাপাড়া কমিউনিটি ক্লিনিক এ বেলা ১১টায় ‘মা ও শিশু স্বাস্থ্য’ বিষয়ে এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক, ইমাম, স্বাস্থ্য কর্মী, সমাজ কর্মী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা ও ছাত্র-ছাত্রী।
প্রধান আলোচক ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাজবাহুল ইসলাম, বেসরকারী সংস্থা স্বদেশি’র নির্বাহী পরিচালক সৈয়দ আজিজুর রহমান ও এসসাড এর নির্বাহী পরিচালক মোহাম্মদ পারভেজ।
আলহাজ্ব মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, মা ও শিশু স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত। আমাদের দেশে প্রতি ঘন্টায় ৩জন মায়ের গর্ভ ও প্রসবকালীন সমস্যাজনিত কারণে মৃত্যু ঘটে থাকে। এ থেকে পরিত্রান পাওয়ার জন্য আমাদের উচিত আরো সচেতন হওয়া। গর্ভবর্তী মায়ের স্বাস্থ্য বিষয়ে আরো যতœশীল হওয়া, প্রসবকালীন পরিকল্পনা ও মায়ের পুষ্ঠি বিষয়ে সঠিক জ্ঞান অর্জন। তখনই আমাদের দেশের প্রসবজনিত মায়ের মৃত্যু হ্রাস পাবে এবং শিশুরা পুষ্ঠিহীনতায় ভুগবে না।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বদেশি’র নির্বাহী পরিচালক সৈয়দ আজিজুর রহমান।






Shares