Main Menu

শিশু নির্যাতন রোধ করতে সকলকে কার্যকর ভূমিকা রাখতে হবে-মোঃ জাহাঙ্গীর আলম

+100%-

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালায়াধীন সাইভ্যাক বাংলদেশ কর্তক বাস্তবায়নাধীন “ন্যাশনাল ইনিসিয়েটিভ টু ইন্ড ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন কর্তক পরিচালিত কল্যানী ইনক্লুসিভ প্রাইমারী স্কুল ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে উপজেলা ভিত্তিক কার্যক্রমের অংশ হিসাবে “শিশুর প্রতি সহিংসতা নিরসন” শীর্ষক অবহিত করণ ও প্রচারণা সভা গত মঙ্গলবার সকাল ১১টায় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক ফেরদৌসী মওলা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা.শামীমা ফেরদৌস। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্কৃতি কর্মী বাছির দুলাল। সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন লুৎফর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নাছিমা লুৎফর, জেলা কৃষকলীগের সহ-সভাপতি নারীনেত্রী নাছিমা চৌধুরী, নারীনেত্রী মিলি ইসলাম, মাছিহাতা ইউনিয়নের ৭নংওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু হানিফ ভুইয়া, মাছিহাতা ইউনিয়নের পরিষদের সাবেক মেম্বার আব্দুল কুদ্দস প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায় মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমাদের সমাজে অনেক শিশু নানান ভাবে নির্যাতিত হয়। পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে শিশুরা নির্যাতনের স্বিকার হয়। কিন্তু তারা তার প্রতিবাদ করতে পারে না। তিনি বলেন শিশুরা আমাদের দেশের ভবিষ্যত। তাদের সঠিক ভাবে গড়ে তুললে দেশ একদিন এগিয়ে যাবে। তাই সমাজের সর্বস্তর থেকে শিশু নির্যাতন রোধ করতে সকলকে কার্যকর ভুমিকা রাখতে হবে। তিনি বলেন, সকল শিশুদের নিজ সন্তানের মত ভালোবাসতে হবে। তিনি সরকারি  প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সূমুহেকে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ভুমিকা রাখার অনুরোধ জানান। এবং সমাজের প্রত্যেক মানুষকে প্রতিবন্ধী শিশুদের সাথে সন্তান সূলভ আচরণ করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি






Shares