Main Menu

শুধুমাত্র ব্যবসায়িক মুনাফার জন্য নয়। শিক্ষা সেবায় মালিকদের মনোযোগী হতে হবে-পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, খেলাধুলা শিশুদের শারিরিক ও মানুষিক বিকাশে কার্যকর ভুমিকা রাখে। তাই সুষ্ঠ জাতি গঠনে লেখা পড়ার পাশাপাশি ছেলে-মেয়েদেরকে খেলা ধূলায় মোনযোগী করতে শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। মেয়র গতকাল বৃহস্পতিবার সকালে উত্তর পৈরতলা শেরে বাংলা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় তিনি শুধুমাত্র ব্যবসায়িক মুনাফার জন্য শিক্ষা প্রতিষ্ঠান না গড়ে শিক্ষা সেবায় মনোযোগী হতে শিক্ষা প্রতিষ্ঠান মালিকদের প্রতি আহবান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী মোঃ শাহজাহান মিয়া, প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আল আমিন শাহীন। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক মমিনুল ইসলাম বাবু। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি খান। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।






Shares