Main Menu

ড্রেনে ময়লা না ফেলানোর জন্য শহরবাসীকে সচেতন হতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, শহরের রাস্তা ও ড্রেন দূষনের অন্যতম কারন গৃহস্থলী বর্জ্য। গৃহিনী ও গৃহ কর্মীগন বাড়ির আশে পাশে গৃহস্থলী বর্জ্য ফেলে। অনেক বাড়ির জানালা ও ছাদ থেকেই রাস্তা ও ড্রেনের উপর ময়লা ফেলানো হয়। তাছারা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ছোট-বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিনই বিপুল পরিমান বর্জ্য সৃষ্টি হয়। কিšু‘ ক্রেতা-বিক্রেতাসহ কর্মচারিরা নিজ ব্যবসা প্রতিষ্ঠানের আশে পাশে ময়লা ফেলে। অনেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের স্থান পরিষ্কার করলেও ময়লা ফেলে পৌরসভার রাস্তা বা ড্রেনের উপর। যা শহরের পরিবেশ ও ড্রেনেজ ব্যবস্থাকে বিনষ্ট করে। মেয়র গতকাল সকালে পৌরসভার  শহরের পাওয়ার হাউজ ড্রেন পরিষ্কার কাজ পরির্দশন কালে এলাকার গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উপরক্ত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন শহরের ড্রেনসূমুহকে পানি চলাচলের উপোযগী রেখে নির্ধারিত স্থানে ময়লা ফেলার জন্য প্রত্যেক বাড়ির গৃহিনী ও গৃহকর্মীদের এবং ক্রেতা-বিক্রেতা সহ ব্যবসায়ীদের সচেতন হতে হবে। মেয়র নিয়মিত ভাবে নিজেস্ব পরিছন্নতা কর্মী ও পৌরসভার পরিছন্নতা কর্মীদের কার্যক্রম তদারকি করার জন্য জন্য শহরবাসীকে আহবান জানান।প্রেস রিলিজ






Shares