Main Menu

ব্যবসায়ীদের শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করার সুযোগ দিন-মানববন্ধনে আলহাজ্ব আজিজুল হক

+100%-

হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে এফবিসিসিআই এর আহবানে “সবার উপরে দেশ” দেশ বাঁচাও অর্থনীতি বাচাও জানমালের নিরাপত্তা চাই। ব্যবসার পরিবেশ চাই। শীর্ষক কর্মসূচীর আওতায় সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় চেম্বার অব কমার্সের উর্দ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত শহরের মসজিদ রোডে চেম্বার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় ব্যবসায়ীরা জাতীয় পতাকা হাতে নিয়ে এবং জাতীয় সংঙ্গীত গেয়ে দীর্ঘ মানবন্ধনে অংশ গ্রহন করেন। মানবন্ধনে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক বলেন, ব্যবসায়ীদের শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করার সুযোগ দিন। দেশের ব্যবসায়ীরা অচল হয়ে পড়লে দেশের বিশাল ক্ষতি হবে। তাই আমরা ব্যবসায়ী আমরা চাই শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে। আমাদের ব্যবসা পরিচালনা করার সুযোগ সৃষ্টি করে দিন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উর্ধ্বতন সহ সভাপতি আশরাফুল আলম মাহফুজ, সহ সভাপতি হাজী মোঃ বাবুল মিয়া, চেম্বার পরিচালক ও সাবেক সভাপতি তানজিল আহমেদ, চেম্বার পরিচালক ও সাবেক সহ সভাপতি মোঃ আল মামুন, চেম্বার পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান, মোঃ মোজাম্মেল হক আজাদ মোল্লা, মোঃ বাবুল মিয়া, মোঃ আল আমিন, মোঃ রেজুয়ানুল হক, আলহাজ্ব আবুল ফয়েজ, জাকিরুল ইসলাম শফিক, মোঃ কামাল মিয়া, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নুরুজ্জামান ভূইয়া, চেম্বার সচিব মোঃ আজিম উদ্দিন এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ সহ ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি






Shares