Main Menu

আগুনে পুড়ে নিহতদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচী

+100%-

সারা দেশে রাজনৈতিক কর্মসূচীর নামে পেট্রোল বোমা,ককটেল মেরে পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে ও নিহত মানুষদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালিত হয়েছে।সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা শাখা সাংস্কৃতিক জোট এ কর্মসূচী পালন করে।শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে গতকাল মঙ্গলবার সন্ধা ৬ টায় এ কর্মসূচী উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার প্রগতিশীল রাজনৈতিক,সাংস্কৃতিক,সামাজিক কর্মীদের এক জমায়েত অনুষ্ঠিত হয়।এসময় তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো.মনির হোসেন এর উপস্থাপনায় সকলকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আবদুন নূর।সংহতি প্রকাশ করেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ,জেলা সিপিবির সাধারন সম্পাদক সাজিদুল ইসলাম,সাবেক ছাত্রনেতা সাইফুল আলম চপল,গোলাম মহিউদ্দিন খোকন,পৌর কাউন্সিলর সাদেকুর রহমান শরীফ,জেলা উদীচীর সভাপতি অধ্যাপক আবদুন নূর,তেল গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব এড.মো.নাসির,নারী সংগঠক নেলী আকতার,সংস্কৃতিকর্মী ওয়ালিদ সিকদার রবিন,সাবেক পৌর কাউন্সিলর মোস্তাক আহমেদ খোকন,জেলা উন্নয়ন পরিষদ সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রাফি,মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের শাহজাহান সোহেল,সাহিত্য একাডেমীর কবি মানিক রতন শর্মা,খেলাঘরের জেলা সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকার,গুণীজন সংবর্ধনা পরিষদ সাধারন সম্পাদক সঞ্জিব ভট্রাচার্য,বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ আহবায়ক হাবিবুর রহমান পারভেজ,তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ সাধারন সম্পাদক বাছির দুলাল।প্রেস বিজ্ঞপ্তি






Shares