Main Menu

ঝড়ে পড়া রোধ করতে সকল শিক্ষকগণ আরো আন্তরিকভাবে কাজ করতে হবে

+100%-

গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় পিটিআই ইন্সটিটিউট প্রাঙ্গনে দুইদিন ব্যাপী শিক্ষা মেলা ২০১৪ সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার)। জেলা প্রাথমিক শিা অফিসার তাপস কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলা থেকে স্টল স্থাপন করা হয় এবং সমাপনী অনুষ্ঠানে স্থাপিত স্টলগুলো থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণ করে সকল স্টলকে পুরস্কৃত করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, পড়াশুনার মান উন্নয়ন ও ঝড়ে পড়া রোধ করতে সকল শিকগণ আরো আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রত্যেকটি বিদ্যালয়ে আনন্দঘন পরিবশে সৃষ্টি করে ছাত্র ছাত্রীদের পড়াশুনার সুন্দর সুযোগ করে দিতে হবে। তাহলেই শিার গুনগত পরিবর্তন আনা সম্ভব হবে।






Shares