Main Menu

জেলা জামাতে ইসলামীর সেক্রেটারী কাজী ইয়াকুব আটক

+100%-

নিজস্ব প্রতিবেদক: আজ সকাল পৌনে ১১টায় মসিজদ রোড়স্থ চেম্বার ভবন থেকে জেলা জামায়ত ইমলামীর সেক্রেটারী কাজী ইয়াকুবকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীর সুত্রে জানা যায়, আজ কসবা সমিতির একটি বৈঠকে উপস্থিত ছিলেন সেক্রেটারী কাজী ইয়াকুব। বেলা সাড়ে দশটার সময় সদর থানার ওসির তদন্তের নেতৃত্বে চেম্বার ভবন ঘেরাও করে ফেলে পুলিশ । ওখান থেকে আটক করা হয় কাজী ইয়াকুবকে। ওনার বাড়ী কসবা উপজেলার শিকারপুর গ্রামে।
সদর থানার ওসি আবদুর রব জানান, তাকে ইতিপূর্বে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছিল। আমাদের কাছে তথ্য ছিল যে সে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল । এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।


Shares