Main Menu

গত উপ নির্বাচনে জোর দখল করে আমার প্রাপ্য ভোট ছিনিয়ে নিয়েছে.. ইঞ্জিঃ শ্যামল

+100%-


প্রতিবেদক : শুক্রবার সকাল ১০টায় ২নং বুধল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত গণসংযোগ ও পথসভা বুধল ইউপির ৩নং ওয়ার্ডে শান্তিনগর বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। বুধল ইউপি বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ওবায়দুল ইসলাম গিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আজ আপনাদেরকে পেয়ে আমি গর্বিত, মনে হচ্ছে ঘরের লোকদের ফিরে পেয়েছি। কিন্তু এমন এক সময় পেয়েছি যখন দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। গত উপ নির্বাচনে জোর দখল করে আমার প্রাপ্য ভোট ছিনিয়ে নিয়েছে বর্তমান সরকার। একইভাবে জবর দখল করে দেশ চালানোর পায়তারা করছে তারা। তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে আন্দোলনের মাধ্যমে  তাদের এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বুধল ইউপি চেয়ারম্যান এ কে এম নুরুল হাসান আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের আহবায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম গোলাপ, বিশিষ্ট মুরুব্বী অলি মিয়া সর্দার, হেলাল মেম্বার, জেলা ছাত্রদলের সহ সভাপতি এনামুল হক জুয়েল, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা এইচ এম বাশার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আক্তার হোসেন, খসরু নোমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মুন্সী রুবেল, কামরুল হাসান কায়কোবাদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বুধল ইউপি যুবদলের সভাপতি প্রার্থী আব্দুল্লাহ্ আল রাকীব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা যুবদলের আহবায়ক এডঃ আব্দুর রহিম গোলাম, পৌর যুবদলের আহবায়ক তানিম শাহেদ রিপন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আতিকুল হক জালাল, জেলা জাসাস’র সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, ঢাকা মহানগর (দঃ) যুবদলের সহ আইন সম্পাদক এডঃ নুরুজ্জামান, আরজ আলী, কামরুল, লোকমান, মাসুম, মুনির, নূর আলম, আঃ রৌপ, ছাত্রদল নেতা মামুন, মান্না প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এফরান হলের সাবেক ছাত্রদল সভাপতি কাজী আনিছুল হক সোহেল।






Shares