Main Menu

জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট সংগ্রহকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে..মোকতাদির চৌধুরী এমপি

+100%-

প্রতিবেদক : প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জনপ্রশাসন মন্ত্রণলায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, গবেষক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আওয়ামীলীগ যে সমস্ত প্রতিশ্রতি দিয়ে মতায় এসেছে তার প্রত্যেকটি বাস্তবায়ন করার চেষ্টা করেছে। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে মিথ্যা প্রতিশ্রুতি, ঠক ও ধর্মের আশ্রয় নিয়ে দেশের শাসন মতায় এসে নিজেদের ব্যক্তিগত স্বার্থকেই সুপ্রতিষ্ঠিত করেছে। আওয়ামীলীগের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী অপপ্রচার চালিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ করার চেষ্টা করেছে। তিনি বলেন, যারা জনগণকে মিথ্যা প্রতিশ্র“তি দিয়ে মতার জন্য ভোট চাইতে আসবে, তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।
উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার বাকাইল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাকাইল ৭নং ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে দীর্ঘদিন পর্যন্ত এ অঞ্চলটি সদর উপজেলার অর্ন্তভুক্ত হয়েও রাজনৈতিক অদূরদর্শিতার কারণে সরাইল সংসদ আসনের অর্ন্তভুক্ত থেকেছে। যার ফলে প্রশাসনিক জটিলতায় এ এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে। এ অবস্থা উত্তোরণে আমাদের আন্তরিক প্রচেষ্টায় এ এলাকাকে সদর উপজেলা সংসদ আসনে অর্ন্তভুক্ত করা হয়েছে। অথচ একটি মহল আমাদের এই সফলতাকে তাদের সফলতা হিসেবে চালিয়ে দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে। পাশাপাশি তিনি বিএনপির অপরাজনীতির কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামীলীগ সরকার যখন দেশের মানুষের উন্নয়নে বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করছে তখন বিএনপি নেতারা তাদের গত মেয়াদে চোরাইকৃত অর্থ দ্বারা সরকারের  উন্নয়ন কর্মকান্ডের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বক্তব্যে তিনি, ধর্মের লেবাসের আড়ালে রাজনৈতিক পায়দা হাসিলের জন্য হেফাজতে ইসলামেরও কঠোর সমালোচনা করেন। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীরপ্রতীক, মজলিশপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, সদর আওয়ামীলীগ সভাপতি হাবিবুল্লাহ্ বাহার, প্রধান শিক ফরিদা বেগম।  আলোচনা সভায় মজলিশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ দেওয়ান আলীর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম ভূইয়া, শাহ আলম সরকার, এডঃ লোকমান হোসেন, এডঃ তানভির ভূইয়া, আব্দুল খালেক বাবুল, এডঃ শাহনুর ইসলাম, চৌধুরী মোঃ নেছার, হামদু মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, মেহেদী হাসনা মুন্না। অনুষ্ঠানে এলাকাবাসী এ অঞ্চলটিকে সদর উপজেলা সংসদীয় আসনে অর্ন্তভুক্ত করায় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও মানপত্র প্রদানের মাধ্যমে অভিনন্দন জানান। মানপত্র পাঠ করেন মোঃ হেলাল মাষ্টার। অনুষ্টানে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।






Shares