প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ছাত্রদলের দু,গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় কলেজ বাস ভাংচুরের শিকার হয়। আহতর হয়েছে ছাত্রদল নেতা সহ ৫ শিহ্মার্থী। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়,পূর্ব বিরোধের জের ধরে কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানকে দুপুর ১২ টার দিকে মারধোর করে কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শাহাদাৎ হোসেনের দল। খবর পেয়ে আশিকুর রহমানের সমর্থকরা দলবলসহ কলেজ ক্যাম্পাসে এসে শাহাদাৎ সমর্থকদের ধাওয়া করে। এ ঘটনায় দু,পক্ষের মধ্যে দাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুরো ক্যাম্পাসে আতংক ছড়িয়ে পড়ে। শিহ্মার্থীরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। এক পর্যায়ে ছাত্রদল কর্মীরা কসবাগামী কলেজ বাসে ভাংচুর চালায়। এতে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিহ্মার্থী শারমিন,আকবর সহ ৪ শিহ্মার্থী আহত হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কলেজ অধ্যক্ষ প্রফেসর কাজী মোস্তফা জালাল বাস ভাংচুরের কথা স্বীকার করেছেন।
|