Main Menu

সকল এনজিও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে: এফডিএস’র বার্ষিক সম্মেলনে সেকেন্দার আলী মনি

+100%-
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ফেডারেশন অফ ডেভেলপমেন্ট সোসাইটি’র বার্ষিক সম্মেলন-২০১৩ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চেয়ারম্যান সেকেন্দার আলী মনি’র সভাপতিত্বের অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের কয়েকজন বুদ্ধিজীবী অংশ নিয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন। সমাপনী ভাষণে এফডিএস’র চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক-রাজনীতিবিদ সেকেন্দার আলী মনি আগত এনজিও প্রতিনিধি-কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এই গ্রীষ্মের প্রচন্ড গরমের তাপকে উপেক্ষা করে মানবতার কল্যাণে আপনারা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন। এই সম্মেলন কক্ষ কানায় কানায় পূ। প্রতি জেলা থেকে খুবই স্বল্প সময়ের আহবানে সাড়া দেয়ায় আপনাদের প্রতি বেসরকারি উন্নয় সংস্থা- ফেডারেশন অব ডেভেলপমেন্ট সোসাইটি (এফডিএস) এর পক্ষে আপনাদেরকে অভিনন্দন জানাচিছ। সেকেন্দার আলী মনি সমাপনী বক্তব্যে বলেন, এই সংস্থার লক্ষ্য বেরসকরি উদ্যোগকে উৎসাহিত করা। যাতে দেশের আর্থ-সামাজিক উন্নয় কর্মান্ডে নিজ নিজ সামর্থ নিয়ে অংশ নেয়া যায়। ইতোমধ্যে বাংরাদেশের প্রায় সকল জেলায় এফডিএস কমিটি গঠন হয়েছে উল্লেখ করে তিনি বলে বিদেী বন্ধদের সাহায্য সহায়তা যে কোনো স্থানীয় পর্যায়ে এনজিওগুলো প্রয়োজন মতো পেতে পারো তার ওপার দৃষ্টি রেখেই আমরা করে যাবো। দেশের অনেক এনজিও’র ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ শোনা যাচেছ। যা সেবা সংস্থার জন্য মোটেও শুভ নয়। এখনো সময় আছে, মাইক্রোলেভেল এনজিওগুলোকে দুখী জনতার স্বার্থরক্ষার উদ্যেগ নিতে হবে। সেকেন্দার আলী মনি গ্রাম-গঞ্জে সেবা কার্যক্রম পরিচালনাকারী নেতৃবৃদ্দের উদ্দেশ্যে বলেন, সবাই ঐক্যবদ্ধ থেকে পরিবেশ পরিস্থিতি এমন করতে হবে, যেনো সরকারি পলিসি এনজিও’র জন্য সহনীয় করতে বাধ্য হয় রাষ্ট্র। বিশ্বব্যাংক, এডিবি বাংলাদেশের বেসরকারি খাতে নিনিয়োগে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন সততার সাথে স্ব-স্ব এলাকার সেবা কার্যক্র পরিচালনা করলে অথের কোনো অভাব হবে না। মনে রাখবেন, বিদেশী সাহায্যের সুষম বন্টন ও সরকারের নীতিমালার সাথে এনজিও প্রতিনিধি সম্পৃক্ত করতে ফেডারেশন অব ডেভেলপমেন্ট সোসাইটি এফডিএস গঠন করা হয়েছে। আসন্ন অর্থ বছর থেকে দেশী-বিদেশী সহায়তা অনুমোদন-বিতরণ এবং বিশেষ বৈশিস্টের ক্ষুদ্র ঋণ কর্মসূচী চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে বলে সম্মেলনে আগত বিপুল সংখ্যক এনজিও প্রতিনিধিদের উদ্দেশ্যে এফডিএস চেয়ারম্যান সেকেন্দার আলী মনি ঘোষণা করেন।
এ সময় আলোচনা করেন- এফডিএ’র উপদেষ্টা ড. আলতাফ হোসেন, সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মতিউর রহমান, প্রতিতির পরিচালক দেলোয়ার হোসেন, পথকলি ফাউন্ডেশন’র পরিচালক আকতার জলি, পল্লী উন্নয়ন ফান্ড’র পরিচালক আবদুস সালাম।(প্রেস বিজ্ঞপ্তি)






Shares