Main Menu

নিরাপদ মাতৃত্ব রক্ষা করতে সমাজের সকল মহল এগিয়ে আসতে হবে.. সিভিল সার্জন

+100%-

প্রতিবেদক : মঙ্গলবার নিরাপদ মাতৃত্ব দিবস পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নার্সিং ইনষ্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে নাসিং ইনষ্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, নাসিং ইন্সস্ট্রাকটর ইনচার্জ শুকা কুন্ডু, সেবা তত্ত্বাবধায়ক মোঃ আবুল হোসেন, সিনিয়র স্বাস্থ্য শিা কর্মকর্তা মোঃ নাজবাহুল ইসলাম। সভা পরিচালনা করেন ডাঃ শামসাদ রাব্বানী খান। সভায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান চৌধুরী বলেন, নিরাপদ মাতৃত্ব রক্ষা করতে সমাজের সকল মহল এগিয়ে আসতে হবে। সুন্দর জাতি গঠনে, নিরাপদ মাতৃত্বের অত্যন্ত প্রয়োজন।






Shares