Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ৪

+100%-
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে বাস-সিএনজির মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহতসহ অপর চারজন আহত হয়েছেন। শুক্রবার সকালে মহাসড়কের সুলতানপুর-রাধিকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন সিএনজি চালক ফায়েজ মিয়া (৪৫), যাত্রী শোভা মিয়া (৫০)। এছাড়া আহত শাহীন (৪), শোভা মিয়া (৫) সহ চারজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার পর বাসটিকে আটক করে ব্যাপক ভাঙচুর করাসহ মহাসড়ক অবরোধ করে রাখে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, সকালে কসবা থেকে ছেড়ে আসা আশুগঞ্জগামী দিগন্ত পরিবহনের একটি বাস (নং ঢাকা-জ-১৭৯) মহাসড়কের সুলতানপুর-রাধিকার মাঝামাঝি স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটি সিএনজির সাথে মুখোমুখী সংঘর্ষ বাধে। বাসের ধাক্কায় সিএনজিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক ফায়েজ মিয়া মারা যায়। এছাড়া অপর পাঁচ যাত্রী আহত হয়। তাদেরকে জেলা সদর হাসপাতালে নেয়ার পর শোভা মিয়া নামের এক যাত্রী মারা যায়। বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী জড়ো হয়ে বাসটিকে আটক করে ব্যাপক ভাঙচুর চালানোসহ মহাসড়ক অবরোধ করে রাখে। তবে বাসটির চালক পালিয়ে যেতে সম হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে প্রায় এক ঘন্টা পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

Shares