Main Menu

Friday, March 1st, 2013

 

নবীনগরে জামাত শিবিরের ৩৩ জনকে আসামি করে মামলা। গ্রেপ্তার ২

প্রতিনিধি : রাজাকার দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বৃহস্পতিবার (২৮.০২.১৩) দুপুরে জামাত শিবিরের হামলায় ৮/১০টি গাড়ী ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় পৌর এলাকার নারায়ণপুর মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলামকে প্রধান আসামি করে ৩৩ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় শরীফ ও সুমন নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের  শুক্রবার চালান করা হয়েছে।তবে প্রধান আসামি অধ্যক্ষ রফিকুল ইসলাম এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন,‘ঘটনার দিন আমি নবীনগরে উপস্থিত ছিলাম না। ষড়যন্ত্রমূলকভাবে আমাকে মামলায় আসামি করা হয়েছে।’নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মামলাবিস্তারিত


সরাইল উপজেলা হাসপাতাল এখন দালাল ও এমআরদের দখলে

মো : মাসুদ : সরাইল ৫০ শয্যার হাসপাতালটি এখন দালাল, এমআর ও পকেটমারদের দখলে। তারাই এখন দাবড়িয়ে বেড়াচ্ছে গোটা হাসপাতাল। বিভিন্ন কিনিকের মালিকদের সাথে রয়েছে তাদের যোগসাজশ। হাসপাতালের কতিপয় ডাক্তারকে ম্যানেজ করেই চলছে তাদের প্রতিদিনের আয় রোজগার। অপরদিকে সরকারি হাসপাতালের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার শত শত নিঃস্ব অসহায় নারী, পুরুষ ও শিশুরা। অনেক সময় দালালদের খপ্পরে পড়ে সর্বস্ব খুঁইয়েও রেহাই পাচ্ছেন না রোগীরা। প্রায়ই হাসপাতাল চত্বরে ঘটছে পকেটমারের মত জঘন্য ঘটনা। দিনে ও রাতে নিয়মিত চলছে মাদকসেবীদের আড্ডা। সকাল ১১টার পর ডাক্তারদের সামনে রোগীর চেয়ে এমআরদের উপস্থিতি থাকে বেশি।বিস্তারিত


যুদ্ধাপরাধীদের বিচার দাবি ও জামাত-শিবিরের তান্ডবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সমাবেশ

শামীম-উন-বাছির : মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধী কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি ও দেশব্যাপী জামাত-শিবিরের তান্ডবের প্রতিবাদে  শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সমাবেশ করে পৌর আওয়ামীলীগ।শহরের পুরাতন কাচারী প্রাঙ্গনে পৌর আওয়ামীলীগ সভাপতি মুসলিম মিয়ার সভাপতিত্বে  অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন  কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতিক, সহ-সভাপতি আমানুল হক সেন্টু। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন,বিস্তারিত


মুক্তিযুদ্ধের শহীদদের জন্য ব্রাহ্মণবাড়িয়ার মসজিদে মসজিদে দোয়া

শামীম-উন-বাছির : শাহবাগ প্রজন্ম চত্বরের গণজাগরন মঞ্চ ঘোষিত কর্মসূচী অনুসারে শুক্রবার বাদ জুমা ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর তত্বাবধানে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রত্যেকটি মসজিদে মুক্তিযুদ্ধের শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।


নাসিরনগরে বাউল কল্যাণ সমিতির আত্মপ্রকাশ

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বাউল কল্যাণ সমিতির আত্ম প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার স্থানীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও বাউল সংগীতের  আয়োজন করা হয়। বাউল কল্যাণ সমিতির সভাপতি ও বেতার শিল্পী মনির হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাফি ইসলাম হৃদয়ের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, কুন্ডা ইউপি চেয়ারম্যান মো. ওমরাও খান, গোর্কণ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ নৌশাদ উল্লাহ। অনুষ্ঠান শেষে বাউল কল্যাণ সমিতির সদস্যদের পরিবেশনায় বাউল সংগীত পরিবেশন করা হয়।


ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ৪

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে বাস-সিএনজির মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহতসহ অপর চারজন আহত হয়েছেন। শুক্রবার সকালে মহাসড়কের সুলতানপুর-রাধিকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন সিএনজি চালক ফায়েজ মিয়া (৪৫), যাত্রী শোভা মিয়া (৫০)। এছাড়া আহত শাহীন (৪), শোভা মিয়া (৫) সহ চারজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার পর বাসটিকে আটক করে ব্যাপক ভাঙচুর করাসহ মহাসড়ক অবরোধ করে রাখে। ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, সকালে কসবা থেকে ছেড়ে আসা আশুগঞ্জগামী দিগন্ত পরিবহনের একটি বাস (নং ঢাকা-জ-১৭৯) মহাসড়কের সুলতানপুর-রাধিকার মাঝামাঝি স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটিবিস্তারিত