Main Menu

আখাউড়া ও নবীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

+100%-


মাসুক হৃদয় : আজ মঙ্গলবার আখাউড়া ও নবীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।
জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান পারভেজ ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর ডটকমকে মুঠোফোনে জানান, আখাউড়া ও নবীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ দুই উপজেলা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। তাছাড়া নবীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক পারভেজ ভূঁইয়া সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিস্কার করা হয়।
এদিকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার খবরে আখাউড়া ও নবীনগর উপজেলা সদরের ছাত্রলীগ কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আখাউড়া উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদ বলেন, ‌’জেলা ছাত্রলীগের এমন সিদ্ধান্তের অপেক্ষায় আমরা দীর্ঘ দিন কাটিয়েছি। আজকের এই সিদ্ধান্ত শুনে আমরা খুশি হয়েছি। এজন্য জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি।’


Shares