নিম্নমানের মবিল ও গ্রিজ নামি কোম্পানির মোড়কে বিক্রয় করে প্রতারনা
আরাফাত আহমেদঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা কলোনির সামনের জেলা পরিষদ মার্কেটে ডায়মন্ড এন্টারপ্রাইজ নামের একটি দোকান নিম্নমানের মবিল ও গ্রিজ মানসম্পন্ন নামি কোম্পানির মোড়কে ভরে বিক্রয় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা জানতে সরেজমিন প্রতিবেদন তৈরির জন্য ঐ দোকানে গিয়ে সংবাদকর্মী পরিচয় দিলে দোকানের মালিকের ভাড়াটে সন্ত্রাসীরা দোকানে প্রবেশে বাঁধা প্রদান করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সাথে নিয়ে তাদের সহযোগিতায় দোকানে ঢুকে দেখা যায় পিছনের অংশে মবিল ও গ্রিজ প্যাকেজিং যন্ত্র এবং বিভিন্ন কোম্পানির খালি মোড়ক স্তুপাকারে সাজানো। এখান থেকে ড্রামভর্তি নিম্নমানের মবিল ও গ্রিজ নামি কোম্পানির মোড়কে ভরে ক্রেতাদের প্রতারিত করা হচ্ছে। আরো জানা যায় দোকানের মালিক ডায়মন্ড ইন্ডিয়ান মোটরসাইকেল এর সব ধরনের যন্ত্রাংশ চোরাই পথে এনে বিক্রয় করে থাকেন।দোকানের মালিক ডায়মন্ড জানান এখান থেকে সমগ্র বাংলাদেশে তিনি মবিল ও গ্রিজ বাজারজাত করেন। পুলিশ প্রশাসন প্রতি মাসে মাসোহারা নিয়ে থাকে। পুলিশ প্রশাসনকে মাসোহারা দিয়ে তিনি এই ব্যবসা করছেন দীর্ঘদিন যাবত।