Main Menu

স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র একাত্তরেও পূরন হয়নি, এখনও হবে না:: বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোহাম্মদ আশরাফ

+100%-

20151213_190841
চুয়াল্লিশতম মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে ছয়দিন ব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলার চতুর্থ দিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিজয় মেলা উদযাপন পরিষদ কর্তৃক অয়োজিত চতুর্থ দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবীদ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোহাম্মদ আশরাফ।

সভায় জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা এড. এস এম ইউসুফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহনুর ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ। আলোচনা সভা পরিচালনা করেন সংস্কৃতি কর্মী ও সাংবাদিক আল আমিন শাহীন। সভায় প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধে রনাঙ্গনের তার যুদ্ধের স্মৃতির কথা উল্লেখ করে বলেন ৭১ থেকে এখন পর্যন্ত স্বাধীনতা বিরোধীরা একের পর এক ষড়যন্ত্র করছে যাতে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে না পারে। কিন্তু তাদের স্বপ্ন একাত্তুরেও পূরন হয়নি, এখনও পূরন হবে না। তিনি বলেন জিয়াউর রহমান ও তার দল বিএনপি স্বাধীনতার পর রাজাকারদের পূর্নবাসন করেছিল। এখন তারা জোট বেধে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড করছে। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্তর বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে। তাদের সকল অপশক্তি প্রতিহত করতে হলে মুক্তিযুদ্ধের সকল স্বপক্ষর শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিজয় মেলা সাংস্কৃতিক উপ কমিটির আহবায়ক আবদুল মান্নান সরকারের সার্বিক তত্তাবধানে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে বৈশাখী শিল্পী গোষ্ঠী। আবৃত্তি পরিবেশন করে সাহিত্য একাডেমী। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন আনিছুল হক রিপন। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় মেলা চলবে। মেলায় প্রতিদিন স্থানীয় ও দেশ বরণ্যে ব্যক্তিদের অংশ গ্রহনে আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।প্রেস রিলিজ






Shares